আফগানিস্তানে গেল ইরানের প্রথম পণ্যবাহী ট্রেন: শিগগিরই আনুষ্ঠানিক উদ্বোধন
https://parstoday.ir/bn/news/world-i85056-আফগানিস্তানে_গেল_ইরানের_প্রথম_পণ্যবাহী_ট্রেন_শিগগিরই_আনুষ্ঠানিক_উদ্বোধন
ইরানের পণ্যবাহী একটি ট্রেন প্রথমবারের মতো আফগানিস্তানে প্রবেশ করেছে বলে জানিয়েছেন আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে কর্মকর্তারা। তারা বলেছেন, ট্রেনটি ৫০০ টন সিমেন্ট নিয়ে আফগানিস্তানে প্রবেশ করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৩, ২০২০ ০৭:০১ Asia/Dhaka
  • আফগানিস্তানে গেল ইরানের প্রথম পণ্যবাহী ট্রেন: শিগগিরই আনুষ্ঠানিক উদ্বোধন

ইরানের পণ্যবাহী একটি ট্রেন প্রথমবারের মতো আফগানিস্তানে প্রবেশ করেছে বলে জানিয়েছেন আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে কর্মকর্তারা। তারা বলেছেন, ট্রেনটি ৫০০ টন সিমেন্ট নিয়ে আফগানিস্তানে প্রবেশ করেছে।

ইরান ও আফগানিস্তানের ইতিহাসে এই প্রথম দু’দেশের মধ্যে কোনো পণ্যবাহী ট্রেন যাতায়াত করল।

দুদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা এবং স্থলপথে পণ্য পরিবহনের ক্ষেত্রে এটি একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে হেরাতের প্রাদেশিক গভর্নরের মুখপাত্র জিলানি ফরহাদ আশা প্রকাশ করেছেন।

এই ট্রেনটিতে করে গতকাল ইরানের ৫০০ টন সিমেন্ট আফগানিস্তানে পৌঁছে

তিনি বলেন, ইরানের খাফ শহর থেকে পরীক্ষামূলকভাবে পণ্যবাহী ট্রেনটি হেরাতে পৌঁছেছে। ফরহাদ জানান, প্রাথমিকভাবে খাফ-হেরান রুটে পণ্যবাহী ট্রেন চলাচল করবে এবং দ্বিতীয় পর্যায়ে এই রুটে যাত্রীবাহী ট্রেন চালানো হবে। এই রুটে দৈনিক চার থেকে পাঁচ হাজার টন বাণিজ্যিক পণ্য পরিবহন করা সম্ভব বলে জানান হেরাতের এই মুখপাত্র।

এদিকে আফগানিস্তানের রেল বিভাগ জানিয়েছে, তারা হেরাত-খাফ রেললাইন আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। শিগগিরই ইরান ও আফগানিস্তানের প্রেসিডেন্টরা এই ট্রেন রুট উদ্বোধন করবেন বলে কথা রয়েছে।#

পার্সটুডে/এমএমআই/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।