বিশাল সামরিক বাজেট পাস করল মার্কিন সিনেট
(last modified Sun, 13 Dec 2020 06:48:37 GMT )
ডিসেম্বর ১৩, ২০২০ ১২:৪৮ Asia/Dhaka
  • মার্কিন সেনা
    মার্কিন সেনা

মার্কিন সিনেট বিশাল আকারের বার্ষিক সামরিক বাজেট পাস করেছে। যখন বিশ্বে নতুন করে স্নায়ুযুদ্ধের পূর্বাভাস দেয়া হচ্ছে তখন আমেরিকা বিশাল সামরিক বাজেট পাস করল।

শুক্রবার মার্কিন সিনেট ৭৪ হাজার ১০০ কোটি ডলারের সামরিক বাজেট পাস করে। বিশ্বের গুরুত্বপূর্ণ সামরিক শক্তিগুলোর বিরুদ্ধে যুদ্ধের তহবিল যোগাতে এই বাজেট বিল পাস করা হয়। এই বিল পাস পাসের মাধ্যমে মূলত পেন্টাগনের নীতি বাস্তবায়ন এবং সামরিক ব্যয়ের কর্তৃত্ব দেয়া হলো সরকারকে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সিনেটে বাজেট বিল পাসের পক্ষে ৮৪টি ভোট পড়ে। ১০০ সদস্যের সিনেটে বিলটি পাস করার জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন ছিল। সে ক্ষেত্রে প্রয়োজনীয় সংখ্যক ভোটের চেয়ে বেশি ভোট পড়েছে বিলের পক্ষে।

চলতি মাসের প্রথম দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, ফেইসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমকে সুরক্ষা দেয়ার আইন যদি সম্পূর্ণভাবে বাতিল না করা হয় তাহলে তিনি এই বিলে ভেটো দেবেন। ট্রাম্প দাবি করছেন, ফেডারেল আইনের কমিউনিকেশন্স ডিসেন্সি অ্যাক্টের সেকশন ২৩০কে সম্পূর্ণভাবে বাতিল করতে হবে। এই আইন আমেরিকার জন্য মারাত্মক রকমের নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করেছে বলে তিনি দাবি করেন।#

পার্সটুডে/এসআইবি/১৩

ট্যাগ