আরাকানসাসের এক বাড়ি থেকে ২ নারীসহ ৫ মৃতদেহ উদ্ধার
https://parstoday.ir/bn/news/world-i85649-আরাকানসাসের_এক_বাড়ি_থেকে_২_নারীসহ_৫_মৃতদেহ_উদ্ধার
আমেরিকার আরকানসাস অঙ্গরাজ্যের মফস্বল এলাকার একটি বাড়ি থেকে দুই নারী ও তিনটি শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, ক্রিসমাস রাতে এসব নারী ও শিশুকে হত্যা করা হয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ডিসেম্বর ২৮, ২০২০ ১৪:৫১ Asia/Dhaka
  • নিহতদের চারজন
    নিহতদের চারজন

আমেরিকার আরকানসাস অঙ্গরাজ্যের মফস্বল এলাকার একটি বাড়ি থেকে দুই নারী ও তিনটি শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, ক্রিসমাস রাতে এসব নারী ও শিশুকে হত্যা করা হয়েছে।

পরিবারের লোকজন এসব নারীর মৃতদেহ দেখে পুলিশে খবর দেয় এবং পরে পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করে। আরকানসাসের পোপ কাউন্টি শেরিফের কার্যালয় থেকে এ কথা বলা হয়েছে।

শনিবার বিকেলে পোপ কাউন্টির শেরিফ শেন জোন্স বলেন, যদিও সন্দেহভাজন হত্যাকারীদের শনাক্ত করা যায় নি তবে মনে করা হচ্ছে হত্যাকারী বেঁচে নেই। তার ধারণা নিহতদের মধ্যেই হত্যাকারী রয়েছে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে নিহতরা সবাই একে অপরের ঘনিষ্ঠ এবং সবাই গুলিতে নিহত হয়েছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায় নি।

নিহতদের বয়স আট থেকে ৫০ বছরের মধ্যে। এই হত্যাকাণ্ডের ঘটনাকে শেরিফ জোন্স অস্বাভাবিক বলে মন্তব্য করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য তিনি প্রার্থনা করেন।

শরিফের কার্যালয় থেকে এই হত্যাকাণ্ডের ঘটনাটি এখনো তদন্ত করা হচ্ছে। আরাকানসাস অঙ্গরাজ্যের পুলিশ এবং সেখানকার ক্রাইম ল্যাব তদন্তের কাজে যুক্ত হয়েছে।

শেরিফ জোন্স বলেন, এখনো পর্যন্ত এই ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করা হচ্ছে এবং এই ঘটনার জের ধরে স্থানীয় কোন লোক ক্ষতিগ্রস্ত হবে বলে মনে হয় না।#

পার্সটুডে/এসআইবি/২৮