ইরানবিরোধী বক্তৃতা দেয়ার আগে মোসাদ প্রধানের সঙ্গে দেখা করলেন মাইক পম্পেও
(last modified Tue, 12 Jan 2021 10:54:50 GMT )
জানুয়ারি ১২, ২০২১ ১৬:৫৪ Asia/Dhaka
  • মাইক পম্পেও
    মাইক পম্পেও

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন কিছু অভিযোগ করার আগে ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেনের সঙ্গে দেখা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ওয়াশিংটনের একটি ক্যাফেতে ইয়োসি কোহেনের সঙ্গে খাবার খেতে দেখা গেছে মাইক পম্পেওকে।

মার্কিন ম্যাগাজিন পলিটিকোর হোয়াইটহাউজ রিপোর্টার গতরাতে তার টুইটার অ্যাকাউন্টে এ তথ্য জানিয়েছেন।

ওয়াশিংটনের প্রেস ক্লাবে মাইক পম্পেও বক্তৃতা করবেন বলে কথা রয়েছে। সেখানে তিনি ইরান বিরোধী কিছু বক্তব্য রাখবেন। তার আগে মাইক পম্পেও এবং ইয়োসি কোহেন সাক্ষাৎ করলেন।

মোসাদ প্রধান ইয়োসি কোহেন

আল-কায়েদার সঙ্গে ইরানের সম্পর্ক রয়েছে এবং আল-কায়েদার নেতাদের ইরান নিরাপদ আশ্রয় দিয়েছে বলে অভিযোগ তুলবেন মাইক পম্পেও। এর আগেও আমেরিকা এ ধরনের ভিত্তিহীন অভিযোগ তুলেছিল কিন্তু ইরান সবসময় তা নাকচ করে আসছে।

এ ঘটনার সাথে সংশ্লিষ্ট দুই ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আল-কায়েদা নেতাদেরকে ইরান নিরাপদ আশ্রয় দিয়েছে। অবশ্য, মাইক পম্পেওর এই বক্তব্য ও ধারণা সম্পর্কে মার্কিন গোয়েন্দা সংস্থা এবং কংগ্রেসের অনেক সদস্যের সন্দেহ রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১২

ট্যাগ