নাভালনির বিচারের শুনানিতে পশ্চিমা কূটনীতিকদের উপস্থিতি অগ্রহণযোগ্য: মস্কো
https://parstoday.ir/bn/news/world-i86780-নাভালনির_বিচারের_শুনানিতে_পশ্চিমা_কূটনীতিকদের_উপস্থিতি_অগ্রহণযোগ্য_মস্কো
রাশিয়া বলেছে, সেদেশের বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির মামলার শুনানিতে বিদেশি কূটনীতিকদের উপস্থিতি সুস্পষ্টভাবে একথা প্রমাণ করে যে, রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে পশ্চিমা দেশগুলো হস্তক্ষেপ করছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০৩, ২০২১ ০৭:০০ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা
    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা

রাশিয়া বলেছে, সেদেশের বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির মামলার শুনানিতে বিদেশি কূটনীতিকদের উপস্থিতি সুস্পষ্টভাবে একথা প্রমাণ করে যে, রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে পশ্চিমা দেশগুলো হস্তক্ষেপ করছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতকাল (মঙ্গলবার) ফেসবুকে দেয়া এক পোস্টে বলেছেন, আদালতের নাভালনির শুনানিতে বিদেশি কূটনীতিকদের উপস্থিতি প্রমাণ করছে পশ্চিমারা রাশিয়ার গতিরোধ করতে চায়।

বর্তমানে মস্কোর একটি আদালতে নাভালনির বিরুদ্ধে আনীত অভিযোগের শুনানি চলছে। তিনি এর আগে কয়েকবার আটক হয়ে জামিনে মুক্ত থাকার সময় জামিনের আইন লঙ্ঘন করেছেন বলে অভিযোগ আনা হয়েছে। রাশিয়ার আইনে এরকম অপরাধে সাড়ে তিন বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

 অ্যালেক্সি নাভালনি

রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, মঙ্গলবার সকালে মস্কো সিটি আদালতে অ্যালেক্সি নাভালনির বিচারের শুনানির সময় আমেরিকা, বুলগেরিয়া, পোল্যান্ড, লাটভিয়া, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের ২০ কূটনীতিক উপস্থিত হন।

এদিকে রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্রেমলিন বলেছে, ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ যেন নাভালনির বিচারের ব্যাপারে নাক গলাতে না আসে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইইউ এ বিষয়ে সমালোচনা করে বক্তব্য দিলে মস্কো পাল্টা প্রতিক্রিয়া দেখাবে।

ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল আগামীকাল (৪ ফেব্রুয়ারি) তিনদিনের সফরে মস্কো যাবেন বলে কথা রয়েছে।  পেসকভ স্পষ্ট করে বলেছেন, ইইউ’র পক্ষ থেকে নাভালনির বিষয়ে কোনো ‘লেকচার’ শুনতে চায় না মস্কো। #

পার্সটুডে/এমএমআই/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।