রাজনৈতিক শাসন ফিরিয়ে দিন: মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষকে জি-৭
https://parstoday.ir/bn/news/world-i86826-রাজনৈতিক_শাসন_ফিরিয়ে_দিন_মিয়ানমারের_সামরিক_কর্তৃপক্ষকে_জি_৭
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে রাজনৈতিক শাসন ফিরিয়ে আনার জন্য সেনা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-৭।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০৩, ২০২১ ২২:০৫ Asia/Dhaka
  • মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর জরুরি অবস্থা ঘোষণা করেছে সেনাবাহিনী
    মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর জরুরি অবস্থা ঘোষণা করেছে সেনাবাহিনী

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে রাজনৈতিক শাসন ফিরিয়ে আনার জন্য সেনা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-৭।

সংস্থার পররাষ্ট্রমন্ত্রীরা আজ (বুধবার) মিয়ানমারে সেনা অভ্যুত্থানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এই আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে একটি যৌথ বিবৃতিতে সই করেছেন কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন এবং আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ওই বিবৃতিতে সই করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রতিনিধি।

তারা এ বিবৃতিতে মিয়ানমারের রাষ্ট্রীয় জরুরি অবস্থার অবসান ঘটানোর জন্য দেশটির সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে জি সেভেনের পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, "স্টেট কাউন্সিলর অং সান সুচি ও প্রেসিডেন্ট উইন মিন্টসহ রাজনৈতিক নেতা ও সিভিল সোসাইটির কর্মীদের আটকের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা ফিরিয়ে দিন। পাশাপাশি অন্যায়ভাবে আটক সমস্ত ব্যক্তিকে মুক্তি দিতে হবে এবং মানবাধিকার ও আইনের শাসন প্রতি সম্মান দেখাতে হবে।”#

পার্সটুডে/এসআইবি/৩