মিয়ানমারে বিক্ষোভ চলছে, অংশ নিচ্ছে সরকারি কর্মচারীরাও
(last modified Wed, 10 Feb 2021 12:26:08 GMT )
ফেব্রুয়ারি ১০, ২০২১ ১৮:২৬ Asia/Dhaka

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে আজও বিক্ষোভ অব্যাহত রয়েছে। আজ (বুধবার) রাজধানী নেপিডো ও সাবেক রাজধানী ইয়াঙ্গুনসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন।

সেনাশাসনের বিরুদ্ধে চলমান অসহযোগ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে রাজধানী নেপিডোতে আজ শত শত সরকারি কর্মী মিছিল করেছেন। পূর্বাঞ্চলীয় কায়াহ রাজ্যের এক দল পুলিশকে বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি জানাতে দেখা গেছে। তাদের পোশাকে লেখা ছিল- ‘আমরা একনায়কতন্ত্র চাই না।

এর আগে গতকাল রাজধানীতে সেনাবাহিনী সহিংসতা চালিয়েছে। সেনা সদস্যরা নেপিডোর একটি ক্লিনিকের দখল নেয়। সেখানে আহত বিক্ষোভকারীদের চিকিৎসা দেওয়া হচ্ছিলো বলে জানিয়েছেন এক চিকিৎসক।

আরেক চিকিৎসক জানিয়েছেন, মঙ্গলবার নেপিডোতে পুলিশের সঙ্গে সংঘর্ষে মাথায় গুলিবিদ্ধে এক নারী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এছাড়া রাবার বুলেট বিদ্ধ হয়ে আহত হওয়া আরও কয়েকজন বিক্ষোভকারীরও চিকিৎসা চলছে।

১ ফেব্রুয়ারি ভোরে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এদিন অভিযান চালিয়ে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়। দেশজুড়ে জারি করা হয় এক বছরের জরুরি অবস্থা।

অপরদিকে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে রাজপথে নামে সু চি সমর্থকরা। এতে শামিল হয়েছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।#

পার্সটুডে/এসএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ