আন্দোলন ছেড়ে কাজে ফিরতে সরকারি কর্মচারীদের প্রতি মিয়ানমারের সেনাপ্রধানের আহ্বান
https://parstoday.ir/bn/news/world-i87232-আন্দোলন_ছেড়ে_কাজে_ফিরতে_সরকারি_কর্মচারীদের_প্রতি_মিয়ানমারের_সেনাপ্রধানের_আহ্বান
মিয়ানমারের সেনা সরকারের প্রধান মিন অং হ্লাং সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণকারী  সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরকে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১১, ২০২১ ২০:২৮ Asia/Dhaka
  • মিয়ানমারের সেনাপ্রধান
    মিয়ানমারের সেনাপ্রধান

মিয়ানমারের সেনা সরকারের প্রধান মিন অং হ্লাং সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণকারী  সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরকে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি চলমান আন্দোলনকে একদল অসাধু ব্যক্তির হয়রানিমূলক কর্মকাণ্ড বলে উল্লেখ করেন। মিয়ানমারে সেনাশাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরুর পর এই প্রথম আনুষ্ঠানিক বিবৃতি দিলেন সেনাপ্রধান মিন অং হ্লাং।

সেনা সরকারের তথ্য সেবা কার্যালয় থেকে ইস্যু করা ওই বিবৃতিতে বলা হয়, ‘যারা তাদের দায়িত্ব থেকে দূরে আছেন,অনুরোধ করছি তারা যেন আবেগকে প্রাধান্য না দিয়ে দেশ ও জনগণের স্বার্থে অবিলম্বে কাজে ফেরেন।’

কোনো ধরণের সমাবেশের আয়োজন এবং তাতে অংশ না নিতেও জনগণের প্রতিও আহ্বান জানানো হয়। বলা হয়েছে, গণসমাবেশ থেকে করোনা সংক্রমণের বিস্তার ঘটতে পারে।

১ ফেব্রুয়ারি ভোরে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এদিন অভিযান চালিয়ে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়। দেশজুড়ে জারি করা হয় এক বছরের জরুরি অবস্থা। এরপর থেকেই গণআন্দোলন চলছে। এতে অনেক সরকারি কর্মচারীও অংশ নিচ্ছেন।#

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।