নাইজেরিয়ার উপকূল থেকে অপহৃত তুর্কি নাবিকরা দেশে ফিরেছেন
(last modified Sun, 14 Feb 2021 13:58:58 GMT )
ফেব্রুয়ারি ১৪, ২০২১ ১৯:৫৮ Asia/Dhaka
  • দেশে ফিরে স্বজনদের দেখে আবেগ-আপ্লুত হয়ে পড়েন তুৃর্কি নাবিকেরা
    দেশে ফিরে স্বজনদের দেখে আবেগ-আপ্লুত হয়ে পড়েন তুৃর্কি নাবিকেরা

গিনি উপসাগরের নাইজেরিয় উপকূল থেকে অপহৃত তুর্কি নাবিকরা অবশেষে দেশে ফিরেছেন। দেশে ফিরে জাহাজের ক্যাপ্টেন তাদের তিন সপ্তাহে বন্দিজীবন এবং জঙ্গলের মধ্যে অবস্থানকালে প্রতি মুহূর্তে মৃত্যু হুমকির বিস্তারিত বর্ণনা দিয়েছেন।

গত মাসে নাইজেরিয়া উপকূল থেকে আফ্রিকার জলদস্যুদের হাতে তুরস্কের ১৫ জন নাবিক অপহৃত হন।

তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে নামার পর এসব নাবিক স্বজনদের জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় সেখানে তুরস্কের বেশ কয়েকজন সরকারি কর্মকর্তাসহ পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু উপস্থিত ছিলেন। দেশে ফেরার দুই দিন আগে নাইজেরিয়ায় খবর ছড়িয়ে পড়ে যে, তুরস্কে অপহৃত নাগরিকরা মুক্তি পাচ্ছেন।

মুৃক্তি পাওয়া তুর্কি নাবিকেরা

অপহৃত জাহাজের ক্যাপ্টেন মোস্তফা কাইয়া জানান, তাদেরকে জঙ্গলে কঠিন পরিস্থিতির মধ্যে রাখা হয়েছিল। সবসময় সশস্ত্র ব্যক্তিরা তাদেরকে পাহারায় রাখত বলে জানিয়েছেন মোস্তফা কাইয়া।

 গত ২৩ জানুয়ারি গিনি উপসাগরের নাইজেরিয়া থেকে তুরস্কের জাহাজটি কেপ টাউনের দিকে যাচ্ছিল। পথে জাহাজের ওপরে হামলা চালায় এবং সংঘর্ষের পর নাবিকদের অপহরণ করে। এ সময় তুর্কি জাহাজে থাকা একজন আজারবাইজানের নাবিক নিহত হন। তবে আটক অবস্থায় এ সব নাগরিকের ওপর শারীরিক কোনো নির্যাতন করে নি জলদস্যুরা। মুক্তিপণের বিনিময়ে তারা শেষ পর্যন্ত মুক্তি পেয়েছেন।# 

পার্সটুডে/এসআইবি/১৪

ট্যাগ