ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করার সিদ্ধান্ত নিল আয়ারল্যান্ড
https://parstoday.ir/bn/news/world-i88206-ইরানের_সঙ্গে_কূটনৈতিক_সম্পর্ক_পুনঃস্থাপন_করার_সিদ্ধান্ত_নিল_আয়ারল্যান্ড
আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন কভেনি বলেছেন, তার দেশ ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরো বলেছেন, প্রাথমিকভাবে চার্জ দ্যা অ্যাফেয়ার্স পর্যায়ে এই সম্পর্ক স্থাপন করা হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০৪, ২০২১ ০৯:৫৪ Asia/Dhaka
  • আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন কভেনি
    আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন কভেনি

আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন কভেনি বলেছেন, তার দেশ ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরো বলেছেন, প্রাথমিকভাবে চার্জ দ্যা অ্যাফেয়ার্স পর্যায়ে এই সম্পর্ক স্থাপন করা হবে।

২০২৩ সালে ডাবলিন তেহরানে দূতাবাস খুলবে বলেও তিনি উল্লেখ করেন। বার্তা সংস্থা শিনহুয়ার বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ফার্স এ তথ্য জানিয়েছে।

এর আগে কভেনি গত ২০ জানুয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে। সেখানে তিনি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের আগ্রহ প্রকাশ করেন।

ওই বৈঠকে ইরান ও আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে পরস্পরের দৃষ্টিভঙ্গি ও মতামত বিনিময় করেন। পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা নিয়েও দুই পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করেন।

বৈশ্বিক অর্থনৈতিক মন্দার জের ধরে সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে আয়ারল্যান্ড ২০১২ সালে ইরানে নিজের দূতাবাস বন্ধ করে দিয়েছিল।#

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।