মিয়ানমারে বিক্ষোভকারীর সংখ্যা ক্রমেই বাড়ছে; রাজপথে আজ ছিল লাখো মানুষ
(last modified Sun, 07 Mar 2021 14:41:57 GMT )
মার্চ ০৭, ২০২১ ২০:৪১ Asia/Dhaka
  • মিয়ানমারে বিক্ষোভকারীর সংখ্যা ক্রমেই বাড়ছে; রাজপথে আজ ছিল লাখো মানুষ

মিয়ানমারে ইয়াঙ্গুনসহ বিভিন্ন শহরে আজও সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ (রোববার) আবার রাজপথে নেমেছেন লাখো মানুষ।  প্রতিদিনই প্রতিবাদকারীর সংখ্যা বাড়ছে বলে আন্দোলনকারীরা দাবি করেছেন।

গত ১ ফেব্রুয়ারি বেসামরিক সরকারকে উৎখাত করে অং সান সু চিসহ তার দলের শীর্ষস্থানীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার করার পর থেকে মিয়ানমারে আন্দোলন চলছে।

এরইমধ্যে সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভে বিভিন্ন শহরে মারা গেছেন ৫৫ জন। নিয়মিতভাবে চলা বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর দমনাভিযানে প্রশাসনিক কার্যক্রম এবং ব্যবসা-বাণিজ্যেও নেমে এসেছে স্থবিরতা। বিক্ষোভের ডাক দেওয়া গোষ্ঠী দ্য জেনারেল স্ট্রাইক কমিটি অব ন্যাশনালিটিস বলেছে, ইয়াঙ্গুন, মান্দালয় ও মানেওয়া শহরে আজ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

তবে মান্দালয়েই সবচেয়ে বড় সমাবেশ হয়েছে। ভিডিওতে দেখা গেছে,এখানে আন্দোলনকারীরা পুলিশ ও সেনাবাহিনীর গুলিতে নিহতদের স্মরণে দুই মিনিট নীরবতা পালন করার পর অবস্থান ধর্মঘট করছেন।

ইয়াঙ্গুন শহরের বাসিন্দারা জানিয়েছেন,বিক্ষোভকে সামনে রেখে আজ ভোররাতে ইয়াঙ্গুনের বিভিন্ন এলাকায় সেনা ও পুলিশ সদস্যরা বাড়ি বাড়ি তল্লাশি চালিয়েছেন। পরে শহরের অন্তত তিনটি এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছে।

আজও ইয়াঙ্গুনে গুলির ঘটনা ঘটেছে। চলমান ধরপাকড়ে গতকাল পর্যন্ত ১ হাজার ৭০০ জনের বেশি লোককে আটক বা গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পরামর্শক গ্রুপ অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স।#

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।  

ট্যাগ