৩,২০০ কোটি ডলার খরচ করে করোনা পরিস্থিতির কোনো পার্থক্য হয় নি: ব্রিটিশ এমপি
(last modified Wed, 10 Mar 2021 13:54:15 GMT )
মার্চ ১০, ২০২১ ১৯:৫৪ Asia/Dhaka
  • ব্রিটিশ ন্যাশনাল হেলথ সার্ভিসের কর্মীরা
    ব্রিটিশ ন্যাশনাল হেলথ সার্ভিসের কর্মীরা

ব্রিটেনের বিরোধী লেবার দলের আইন প্রণেতা মেগ হিলিয়ার বলেছেন, তিন হাজার ২০০ কোটি ডলার খরচ করার পরেও দেশে প্রাণঘাতী করোনাভাইরাস পরীক্ষা ও শণাক্তকরণ ব্যবস্থায় সুস্পষ্ট কোনো প্রভাব পড়ে নি। তিনি এই ব্যয়কে ধারণাতীত বলে মন্তব্য করেন। 

ব্রিটেনে করোনাভাইরাসের প্রভাবে মারাত্মকভাবে প্রণাহানী ঘটেছে। পরিস্থিতির উত্তরণে বিপুল অর্থ ব্যয় করে কোভিড-১৯ পরীক্ষা ও সনাক্তকরণ ব্যবস্থা উন্নয়নের চেষ্টা করা  হয়েছে  কিন্তু কার্যক্ষেত্রে এর প্রভাব খুব সামান্যই পড়েছে। 

এ নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো সমালোচনায় মুখর হয়েছে। রাষ্ট্র পরিচালিত হেলথ সার্ভিসের মাধ্যমে এই অর্থ খরচের দাবি জানাচ্ছেন তারা। পাবলিক হেলথ একাউন্ট কমিটি বলছে, এত বিপুল অর্থ খরচ করার পরেও জাতীয় পর্যায়ে লকডাউন এড়ানোর মতো অবস্থা তৈরি হয় নি। ফলে করোনা মহামারীর ক্ষেত্রে লক্ষ্যণীয় কোনো পরিবর্তন হয় নি। 

এই কমিটির সভাপতি হলেন বিরোধী লেবার দলের এমপি মেগ হিলিয়ার। তিনি বলেন, লকডাউন এড়ানো গেলে করোনা পরীক্ষা ও শণাক্তকরণ ব্যবস্থা উন্নয়নের জন্য এই বিপুল পরিমাণ অর্থ ব্যয়কে ন্যায্য বলে ধরে নেয়া যেত।# 

পার্সটুডে/এসআইবি/১০

ট্যাগ