আমেরিকার ফ্লোরিডায় বিমান দুর্ঘটনা; নিহত ৩
https://parstoday.ir/bn/news/world-i88780-আমেরিকার_ফ্লোরিডায়_বিমান_দুর্ঘটনা_নিহত_৩
আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছে। বিমানটি ফ্লোরিডার একটি রাস্তার উপর পড়লে বিমানের দুই যাত্রী এবং সেখান খেলা করা একটি শিশু নিহত হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৭, ২০২১ ১২:৪০ Asia/Dhaka
  • বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ
    বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ

আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছে। বিমানটি ফ্লোরিডার একটি রাস্তার উপর পড়লে বিমানের দুই যাত্রী এবং সেখান খেলা করা একটি শিশু নিহত হয়।

চার বছরের ওই শিশু তার মায়ের সঙ্গে ছোট ড্রোন ধরনের খেলনা গাড়ি নিয়ে রাস্তার উপর খেলছিল। দুর্ঘটনায় শিশুটির মা মেগান বিশপ আহত হন।

 বিচক্র্যাফট বোনানজা বিমানটি পেমব্রোক পাইন্সের নর্থ পেরি বিমানবন্দর থেকে ওড়ে এবং বেলা তিনটার দিকে ফিরে আসছিল। কিন্তু বিমানটি ফিরতে পারে নি।

বিধ্বস্ত বিমানের আগুন নেভানোর প্রচেষ্টা

পেমব্রোক পাইন্সের দমকল বিভাগের প্রধান মার্সেল রোদ্রিগেজ গণমাধ্যমকে বলেন, সম্ভবত কারগরী ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। মার্কিন কেন্দ্রীয় বিমান প্রশাসন দুর্ঘটনাটি নিয়ে এরইমধ্যে তদন্তে নেমেছে।

সালাহ এলশায়ের নামে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, “বিমানটি কার্যত দ্বিখণ্ডিত হয়ে গেছে। আমরা বোমা বেস্ফারণের মতো শব্দ শুনে বাইরে গেলাম। দেখি সবকিছুতে আগুন ধরে গেছে।”#

পার্সটুডে/এসআইবি/১৭