১১৪ জনের মৃত্যুর পর মিয়ানমার জুড়ে শোক; জাতিসংঘের নিন্দা
https://parstoday.ir/bn/news/world-i89300-১১৪_জনের_মৃত্যুর_পর_মিয়ানমার_জুড়ে_শোক_জাতিসংঘের_নিন্দা
মিয়ানমারে একদিনে ১১৪ বিক্ষোভকারীর মৃত্যুর পর দেশজুড়ে আজ (রোববার) শোক পালিত হচ্ছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, সেনাবাহিনীর দমন অভিযানের মধ্যেই আন্দোলন অব্যাহত থাকবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৮, ২০২১ ১৯:০১ Asia/Dhaka

মিয়ানমারে একদিনে ১১৪ বিক্ষোভকারীর মৃত্যুর পর দেশজুড়ে আজ (রোববার) শোক পালিত হচ্ছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, সেনাবাহিনীর দমন অভিযানের মধ্যেই আন্দোলন অব্যাহত থাকবে।

বিক্ষোভকারীদের অন্যতম জোট জেনারেল স্ট্রাইক কমিটি অব ন্যাশনালিস্ট (জিএসসিএন) এক ফেইসবুক পোস্টে লিখেছে, “আমাদের বীরদের সালাম জানাই, যারা এই বিপ্লবে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন এবং আমরা অবশ্যই এই বিপ্লবে জয়ী হব।

 

অনলাইন সংবাদ পোর্টাল মিয়ানমার নাও জানিয়েছে, শনিবারের দমন অভিযানে দেশজুড়ে ১১৪ জন নিহত হয়। তাদের ৪০ জন মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালায়ে মারা গেছেন, ১৩ বছরের এক কিশোরীও রয়েছে তাদের মধ্যে। বাণিজ্যিক নগরী ইয়াঙ্গুনে নিহত হয়েছে ২৭ জন। ১৩ বছরের আরেক কিশোরী নিহত হয়েছে সাগাইং অঞ্চলে। কাচিন অঞ্চল থেকেও মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

১ ফেব্রুয়ারির সেনা অভ্যুত্থানের পর এ নিয়ে দেশটিতে বেসামরিক প্রাণহানির সংখ্যা ৪৪০ ছাড়িয়েছে।

জাতিসংঘ গতকালের সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে। জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রু এই রক্তপাত বন্ধে বিশ্ববাসীকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে কিছু করা সম্ভব না হলেও জরুরি আন্তর্জাতিক সম্মেলন করে পদক্ষেপ নেওয়া হবে।#

পার্সটুডে/এসএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।