ওমান সাগর ও পারস্য উপসাগরে নৌমহড়া চালাচ্ছে ইরান ও পাকিস্তান
(last modified Tue, 06 Apr 2021 10:07:40 GMT )
এপ্রিল ০৬, ২০২১ ১৬:০৭ Asia/Dhaka
  • ওমান সাগর ও পারস্য উপসাগরে নৌমহড়া চালাচ্ছে ইরান ও পাকিস্তান

ওমান সাগর ও পারস্য উপসাগরে যৌথ মহড়া চালাচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরান ও পাকিস্তান। এই মহড়ায় ইরানের আলবুর্জ ডেস্ট্রয়ার, একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী যুদ্ধজাহাজ ও একটি সামরিক হেলিকপ্টার অংশ নিচ্ছে।

অন্যদিকে পাকিস্তানের নৌবহর এতে যোগ দিয়েছে। এই নৌবহরে দু’টি যুদ্ধজাহাজ রয়েছে।

যৌথ নৌমহড়ার মুখপাত্র রেজা শেইবানি বলেছেন, দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং যুদ্ধের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এই মহড়ার আয়োজন করা হয়েছে। দুই দেশ সাগরে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে নিজেদের সক্ষমতাও প্রদর্শন করছে এর মাধ্যমে।

গত ৩ এপ্রিল ইসলামী প্রজাতন্ত্র ইরানের বন্দর আব্বাসে নোঙর করে পাকিস্তানের একটি নৌবহর।

গতকাল পাকিস্তানের নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল খান মাহমুদ আসিফ বন্দর আব্বাসে ইরানের নৌবাহিনীর আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল জাফর তাজাক্কুরের সঙ্গে বৈঠক করেছেন। এই নৌবহরটিই আজকের মহড়ায় যোগ দিয়েছে।#

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

 

ট্যাগ