ইরানে পৌঁছেছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী; গুরুত্ব পাবে ইরানি অর্থ ছাড় ইস্যু
https://parstoday.ir/bn/news/world-i89930-ইরানে_পৌঁছেছেন_দক্ষিণ_কোরিয়ার_প্রধানমন্ত্রী_গুরুত্ব_পাবে_ইরানি_অর্থ_ছাড়_ইস্যু
দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চাং সিয়ে কিউন তিন দিনের সরকারি সফরে তেহরান পৌঁছেছেন। তেহরানে বিমান বন্দরে তাকে স্বাগত জানিয়েছেন ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রী মোহাম্মাদ ইসলামী।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১১, ২০২১ ১৮:৩৪ Asia/Dhaka

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চাং সিয়ে কিউন তিন দিনের সরকারি সফরে তেহরান পৌঁছেছেন। তেহরানে বিমান বন্দরে তাকে স্বাগত জানিয়েছেন ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রী মোহাম্মাদ ইসলামী।

তেহরানে অবস্থানকালে তিনি ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি, ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি ও সংসদ স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফের সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে বলেছেন, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর সফরের মধ্যদিয়ে সেদেশে আটকে থাকা ইরানি অর্থ ছাড়ের বিষয়ে একটি সমাধান বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

ইরানি অর্থ আটকের ঘটনা দুই দেশের সম্পর্কে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে বলে তিনি জানান।

কয়েক দিন আগে ইরানের বিচার বিভাগের নির্দেশে দক্ষিণ কোরিয়ার রাসায়নিকবাহী জাহাজটি মুক্তি পেয়েছে। সমুদ্র দূষণের দায়ে এটিকে গত জানুয়ারিতে আটক করেছিল তেহরান।#    

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।