নাতাঞ্জ পরমাণু স্থাপনায় দুর্ঘটনার ব্যাপারে প্রতিক্রিয়া জানাল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i90012-নাতাঞ্জ_পরমাণু_স্থাপনায়_দুর্ঘটনার_ব্যাপারে_প্রতিক্রিয়া_জানাল_রাশিয়া
রাশিয়া বলেছে, ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় যে বিস্ফোরণ ঘটেছে তাতে বাইরের কারো হাত থেকে থাকলে তার নিন্দা জানায় মস্কো।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৩, ২০২১ ০৫:২৯ Asia/Dhaka
  • রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা
    রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা

রাশিয়া বলেছে, ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় যে বিস্ফোরণ ঘটেছে তাতে বাইরের কারো হাত থেকে থাকলে তার নিন্দা জানায় মস্কো।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সোমবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানান। তিনি আরো বলেন, ইরানের পরমাণু সমঝোতার ভবিষ্যত নিয়ে চলমান কূটনৈতিক প্রচেষ্টার ওপর নাতাঞ্জের বিস্ফোরণের ঘটনা কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে রাশিয়া আশা করছে।

জাখারোভা বলেন, “আমরা আশা করছি নাতাঞ্জের ঘটনা পরমাণু সমঝোতার বিরুদ্ধাচরণকারীদের জন্য কোনো সুফল বয়ে আনবে না এবং এই সমঝোতাকে সক্রিয় করতে ভিয়েনা-কেন্দ্রীক যে কূটনৈতিক প্রচেষ্টা চলছে তাকে দুর্বল করবে না।”

নাতাঞ্জ পরমাণু স্থাপনার অভ্যন্তরীণ দৃশ্য (ফাইল ছবি)

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত শুক্রবার পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চলতি সপ্তাহে এ আলোচনা আবার শুরু হওয়ার কথা রয়েছে। আমেরিকা কীভাবে পরমাণু সমঝোতায় ফিরতে পারে তা নিয়ে আলোচনা করার লক্ষ্যেই মূলত ভিয়েনা বৈঠকের আয়োজন করা হয়েছে।

ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, দেশটির ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করেই আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে। আর আমেরিকা ফিরে আসার পরই তেহরান এই সমঝোতায় দেয়া নিজের প্রতিশ্রুতি পরিপূর্ণভাবে মেনে চলতে শুরু করবে।#

পার্সটুডে/এমএমআই/১৩ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।