ভিয়েনায় ৪+১ গ্রুপ ও ইইউ'র সঙ্গে ইরানের আলোচনা শুরু
https://parstoday.ir/bn/news/world-i90160-ভিয়েনায়_৪_১_গ্রুপ_ও_ইইউ'র_সঙ্গে_ইরানের_আলোচনা_শুরু
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের বৈঠক আজ (বৃহস্পতিবার) আবার শুরু হয়েছে। উপ-পররাষ্ট্রমন্ত্রী ও মহাপরিচালক পর্যায়ের এই বৈঠকে ইরান ছাড়াও অংশ নিচ্ছে জার্মানি, ফ্রান্স, রাশিয়া, চীন, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
এপ্রিল ১৫, ২০২১ ১৮:২৩ Asia/Dhaka

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের বৈঠক আজ (বৃহস্পতিবার) আবার শুরু হয়েছে। উপ-পররাষ্ট্রমন্ত্রী ও মহাপরিচালক পর্যায়ের এই বৈঠকে ইরান ছাড়াও অংশ নিচ্ছে জার্মানি, ফ্রান্স, রাশিয়া, চীন, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা।

বৈঠকে সভাপতিত্ব করছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক উপ-প্রধান এনরিক মুরা। ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি। আরাকচির সঙ্গে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়, পরমাণু শক্তি সংস্থা ও কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধিরাও ভিয়েনায় রয়েছেন।

ভিয়েনায় পরমাণু সমঝোতা বিষয়ক বৈঠকে যোগ দেওয়ার আগে আব্বাস আরাকচি আজ বলেছেন, গত দুই দিনে তারা বিভিন্ন দেশের প্রতিনিধিদলের সঙ্গে কথা বলেছেন। আজকের বৈঠকে আনুষ্ঠানিকভাবে কথা হবে।

 গতকালই এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের একজন সদস্য করোনায় আক্রান্ত হওয়ায় বৈঠকটি একদিন পিছিয়ে দেওয়া হয়।

আজকের বৈঠকেও নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পরমাণু ইস্যুতে কারিগরি পরামর্শ করা হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ পর্যন্ত পরমাণু সমঝোতা বিষয়ক কমিশনে আমেরিকার কোনো প্রতিনিধি ছিল না, আজকের বৈঠকেও আমেরিকার অংশগ্রহণের সুযোগ নেই।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ আলোচনার কোনো ইচ্ছা ইরানের নেই বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।#

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।