ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়া সফর: বর্তমান সময়ে দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্ব
https://parstoday.ir/bn/news/world-i90414
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা সফরে গিয়ে সেদেশের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করেছেন। এ সাক্ষাতে তারা দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে মতবিনিময় করেছেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
এপ্রিল ২০, ২০২১ ১৯:৩৩ Asia/Dhaka

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা সফরে গিয়ে সেদেশের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করেছেন। এ সাক্ষাতে তারা দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে মতবিনিময় করেছেন।

ইরানের পররাষ্ট্র নীতিতে প্রাচ্যের দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়টিকে সবচেয়ে অগ্রাধিকার দেয়া হয়েছে। এরই আলোকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর জাকার্তা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রাতুন মের্সুদির সঙ্গে সাক্ষাতে দুদেশের বাণিজ্য সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার সুযোগ থাকার কথা উল্লেখ করে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি এ ব্যাপারে তেহরানের পক্ষ থেকে প্রস্তুতির কথা জানান। ইরান ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আফগানিস্তানের চলমান শান্তি প্রক্রিয়ার বিষয়েও মতবিনিময় হয়েছে।

ইন্দোনেশিয়া বর্তমানে পশ্চিম এশিয়ার সর্ববৃহৎ শক্তিশালী অর্থনীতির দেশ এবং বিশ্বে মোট জাতীয় উৎপাদনের দিক থেকে এ দেশটি ১৭তম অবস্থানে রয়েছে। এতো বিশাল সক্ষমতা দ্বিপক্ষীয় কিংবা বহুপক্ষীয় সহযোগিতাকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবে। ব্যাপক জনসংখ্যা অধ্যুষিত ইন্দোনেশিয়ার সরকারের ব্যাপক জ্বালানি চাহিদা রয়েছে। তাই বাণিজ্য, কারিগরিসহ বিভিন্ন ক্ষেত্রে ইরান ও ইন্দোনেশিয়ার মধ্যে সহযোগিতা বিস্তারের সুযোগ রয়েছে।

প্রকৃতপক্ষে, এ দুই দেশ শিল্প, বাণিজ্য ও অন্যান্য ক্ষেত্রে একে অপরের ওপর নির্ভরশীল এবং উভয়ে একে অপরের চাহিদা পূরণ করতে সক্ষম। উদাহরণ স্বরূপ ইন্দোনেশিয়ায় জ্বালানি সরবরাহ, তেল শোধনাগার ও পানিবিদ্যুত উন্নয়নে ইরান সহযোগিতা করতে পারে। এ ছাড়া খাদ্য শিল্পেও কারিগরি খাতে ইরান তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে সব ক্ষেত্রে সহযোগিতা বিস্তারে তেহরানের প্রস্তুতির কথা জানান। এ সাক্ষাতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টও ইরানের সঙ্গে বাণিজ্য সহযোগিতা বিস্তারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

এদিকে, ইরানের সংসদের গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে দুদেশের মধ্যে পুঁজিবিনিয়োগের ব্যাপক সুযোগ থাকার কথা উল্লেখ করে বলা হয়েছে, এতে করে উৎপাদন বৃদ্ধি ও চাকুরির সুযোগ সৃষ্টি হবে।

রাজনৈতিক দিক থেকেও এ  দুদেশের মধ্যকার সম্পর্ক  খুবই গুরুত্বপূর্ণ। কেননা আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে ইন্দোনেশিয়া শক্তিশালী অবস্থানে রয়েছে। অন্যদিকে ইরানও এ অঞ্চলের আর্থ-রাজনৈতিক দিক থেকে প্রভাবশালী এটি দেশ। এ কারণে তেহরান ও জাকার্তার মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক ও সহযোগিতা মুসলিম এ দেশ দুটির জন্য কল্যাণকর বলে পর্যবেক্ষকরা মনে করছেন।#               

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২০