৫৩ আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার সাবমেরিন নিখোঁজ
(last modified Wed, 21 Apr 2021 14:50:41 GMT )
এপ্রিল ২১, ২০২১ ২০:৫০ Asia/Dhaka

৫৩ জন আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার একটি সাবমেরিন নিখোঁজ হয়েছে। এরইমধ্যে সাবমেরিনের খোঁজে নেমেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী এবং প্রতিবেশী অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের কাছে সাহায্য চেয়েছে। 

ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর প্রধান বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য দিয়েছেন।

জার্মানির তৈরি কেআরআই নাঙ্গালা-৪০২ নামের এ সাবমেরিনটি বালি দ্বীপের উত্তরে সামুদ্রিক মহড়ায় অংশ নিচ্ছিল কিন্তু সাবমেরিনটি কাঙ্ক্ষিত মাত্রায় ফলাফল দেখাতে ব্যর্থ হয়। 

ইন্দোনেশিয়ার সেনাপ্রধান বলেন, “আমরা এখনো বালি দ্বীপের পানিসীমায় সাবমেরিনটি খুঁজছি।” তিনি জানান, আজ (বুধবার) ভোর সাড়ে চারটার দিকে সাবমেরিনটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 

বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের প্রতিরক্ষা দপ্তরের সঙ্গে রয়টার্স যোগাযোগ করলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করে নি।#

পার্সটুডে/এসআইবি/২১ 

ট্যাগ