লিবিয়া উপকূলে মানব বিপর্যয় অব্যাহত; অভিবাসীবাহী নৌকাডুবি
https://parstoday.ir/bn/news/world-i90594-লিবিয়া_উপকূলে_মানব_বিপর্যয়_অব্যাহত_অভিবাসীবাহী_নৌকাডুবি
লিবিয়া উপকূলে মানব বিপর্যয় অব্যাহত রয়েছে। একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। নৌকাটিতে ১৩০ জন অভিবাসনপ্রত্যাশী ছিল বলে জানা গেছে।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
এপ্রিল ২৪, ২০২১ ১৫:৪৫ Asia/Dhaka

লিবিয়া উপকূলে মানব বিপর্যয় অব্যাহত রয়েছে। একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। নৌকাটিতে ১৩০ জন অভিবাসনপ্রত্যাশী ছিল বলে জানা গেছে।

শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, লিবিয়া উপকূলের অদূরে ১৩০ জন আরোহী নিয়ে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে যায়। তবে এসব অভিবাসী কোন কোন দেশের নাগরিক সে বিষয়ে কিছু জানা যায়নি তারা।

খবর পেয়ে তাদের উদ্ধার কাজ শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। তারা অবৈধভাবে ইতালিতে যাওয়ার চেষ্টা করছিল বলে জানা গেছে। এখনো মৃত্যুর সঠিক সংখ্যা নিয়ে কিছু না জানা গেলেও সাগরে বেশ কিছু মরদেহ ভাসতে দেখা গেছে। অবৈধভাবে ইউরোপে যাওয়ার জন্য লিবিয়া উপকূলকে রুট হিসেবে ব্যবহার করে আসছে মানবপাচারকারীরা।#

পার্সটুডে/ মো.আবু সাঈদ/ ২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।