গুরুত্বপূর্ণ আলোচনা করতে কাতার ও ইরাক সফরে যাচ্ছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ গুরুত্বপূর্ণ আলোচনার জন্য প্রতিবেশী ইরাক ও কাতার সফরে যাচ্ছেন। এই সফরে তিনি দেশ দুটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে আজ (শনিবার) এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামীকাল রোববার থেকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরব দেশ দুটি সফর শুরু করবেন এবং তার সঙ্গে একটি প্রতিনিধিদল থাকবে।
সাঈদ খাতিবজাদে আরো বলেন, বাগদাদ ও দোহা সফরের মধ্যদিয়ে দেশ দুটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো উন্নয়নের চেষ্টা চালানো হবে। এছাড়া, আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করা হবে।
ইরান সবসময় বলে আসছে, ইরাক ও কাতারসহ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়টিকে তেহরান বিশেষ গুরুত্ব দিয়ে থাকে।
চলতি মাসের গোড়ার দিকে ইরাকের জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা কাসিম আল-আরাজি তেহরান সফরে যান। সে সময় তার সঙ্গে বৈঠকে জাওয়াদ জারিফ বলেছিলেন, আঞ্চলিক দেশগুলো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রক্ষা করতে সক্ষম।#
পার্সটুডে/এসআইবি/২৪