ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে টানাটানি করা ‘অবাস্তব ও ধ্বংসাত্মক’: রাশিয়া
(last modified Wed, 28 Apr 2021 23:28:11 GMT )
এপ্রিল ২৯, ২০২১ ০৫:২৮ Asia/Dhaka
  • ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে টানাটানি করা ‘অবাস্তব ও ধ্বংসাত্মক’: রাশিয়া

রাশিয়া বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে দেশটির পরমাণু সমঝোতায় অন্তর্ভুক্ত করার যে চেষ্টা পশ্চিমা দেশগুলো চালাচ্ছে তা ‘অবাস্তব ও ধ্বংসাত্মক’। বিষয়টি নিয়ে আজ (বৃহস্পতিবার) মার্কিন প্রতিনিধিদের সঙ্গে রুশ প্রতিনিধিরা সরাসরি কথা বলবেন বলেও মস্কো জানিয়েছে।

জাতিসংঘের ইউরোপীয় দপ্তরে নিযুক্ত রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ জার্মান ম্যাগাজিন স্পাইগেলকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরার সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা বা দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচির কোনো সম্পর্ক নেই।

উলিয়ানোভ বলেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা বিষয়ক দুই দফা বৈঠকে অংশ নিয়ে আমার এ ধারনা হয়েছে যে, শুধুমাত্র মূল পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করলেই কেবল ভিয়েনা বৈঠক থেকে ফল পাওয়া যাবে। অন্য কোনো বিষয় অন্তর্ভুক্ত করা বা কোনো পূর্বশর্ত আরোপ করার চেষ্টা হলে এ আলোচনা ব্যর্থ হবে।

আলোচনার এ পর্যায়ে আমেরিকা ও ইরানি প্রতিনিধিদের মধ্যে সরাসরি বৈঠকের সম্ভাবনা ‘প্রায় অসম্ভব’ বলে বর্ণনা করেন ভিয়েনা বৈঠকে রুশ প্রতিনিধিদলের প্রধান উলিয়ানোভ। তিনি বলেন, ইরান-আমেরিকা সরাসরি সাক্ষাৎ ছাড়াও এ বৈঠক থেকে ফল বের করে আনা সম্ভব। তিনি বলেন, আমেরিকা যখনই পরমাণু সমঝোতায় ফিরে আসবে তখনই স্বয়ংক্রিয়ভাবে দু’দেশের প্রতিনিধিরা সাক্ষাৎ করতে পারবেন। কারণ, তখন এই সমঝোতার অংশ হিসেবে সব দেশের প্রতিনিধিরা এক টেবিলে আলোচনায় বসবেন। #

পার্সটুডে/এমএমআই/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।