অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নাইজারের ১৬ সেনা নিহত
মে ০৩, ২০২১ ১৮:৩১ Asia/Dhaka
-
নাইজার সেনাদের একটি টহল দল (ফাইল ফটো)
অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নাইজারের ১৬ সেনা নিহত এবং ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় এক সেনা নিখোঁজ রয়েছেন।
মালি সীমান্তের সাহুয়া এলাকায় একটি সেনা টহল দলের ওপর আকস্মিকভাবে বন্দুকধারীরা গুলি চালালে এসব সেনা নিহত হন। সাহুয়া ডিপার্টমেন্ট সেক্রেটারি জেনারেল ইব্রাহিম মিকো সরকারি টেলিভিশনে এসব তথ্য জানিয়েছেন।
টহল দলের কমান্ডার লেফটেন্যান্ট মামান নামেওয়া নিহত হয়েছেন এবং তার দাফন অনুষ্ঠানে যোগ দেন ইব্রাহিম মিকো। কারা এই হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়।
সাহুয়া হচ্ছে মরুভূমি এলাকা যার সঙ্গে সালি এবং বুরকিনা ফাসোর সীমান্ত রয়েছে। ২০১২ সাল থেকে ওই এলাকায় এ ধরনের সহিংসতা চলে আসছে।#
পার্সটুডে/এসআইবি/৩
ট্যাগ