পরমাণু সমঝোতায় যোগ দেয়ার কাছাকাছি নয় আমেরিকা:  বাইডেন
https://parstoday.ir/bn/news/world-i91094-পরমাণু_সমঝোতায়_যোগ_দেয়ার_কাছাকাছি_নয়_আমেরিকা_বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তার দেশ ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতায় যোগ দেয়ার কাছাকাছি অবস্থানে আসে নি। ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেনকে সম্প্রতিক এক বৈঠকের সময় বাইডেন একথা বলেছেন। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৩, ২০২১ ২০:৪৫ Asia/Dhaka
  • কোহেন ও বাইডেন
    কোহেন ও বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তার দেশ ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতায় যোগ দেয়ার কাছাকাছি অবস্থানে আসে নি। ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেনকে সম্প্রতিক এক বৈঠকের সময় বাইডেন একথা বলেছেন। 

পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসার ব্যাপারে ইহুদিবাদী ইসরাইল বিরোধিতা করে আসছে। 

ইসরাইলের একজন অজ্ঞাত কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন নিউজ ওয়েবসাইট এক্সিওস জানিয়েছে,  শুক্রবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের  সঙ্গে বৈঠকের সময় ইয়োসি কোহেন বলেন, ইরানের সঙ্গে পরমাণু সমঝোতার মূল চুক্তিতে ফেরা আমেরিকার জন্য ভুল হবে। 

নিউজ ওয়েবসাইটের রিপোর্ট অনুসারে, প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলি গুপ্তচর প্রধান ইয়োসি কোহেনকে আশ্বস্ত করেছেন যে, পরমাণু সমঝোতায় ফেরার ব্যাপারে ইরানের সঙ্গে আলোচনা থেকে আমেরিকা এখনো বহু দূরে রয়েছে। তিনি বলেন, এ ধরনের আলোচনার পর সমঝোতা প্রতিষ্ঠত হলে তবেই কেবল আমেরিকা ২০১৫ সালের পরমাণু সমোঝাতায় ফিরবে।#

পার্সটুডে/এসআইবি/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন