মে ১০, ২০২১ ১৬:৫৩ Asia/Dhaka
  • আফগানিস্তানে বালিকা বিদ্যালয়ে গণহত্যার জন্য আমেরিকা দায়ী: আইআরজিসি

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বালিকা বিদ্যালয়ে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।

তারা এক বিবৃতিতে বলেছে, কাবুলের সাইয়্যেদুশ শোহাদা (আ.) বালিকা বিদ্যালয়ে একের পর এক কয়েকটি বিস্ফোরণে ৬৫ জনের বেশি রোজাদার ছাত্রী ও তাদের মা নিহত এবং ১৬০ জন আহত হয়েছেন। এই ঘটনা আফগানিস্তানের মুসলিম ও মুজাহিদ জাতির জন্য অত্যন্ত শোক ও বেদনার।

এই বেদনাদায়ক ঘটনার জন্য মার্কিন বাহিনী দায়ী বলে আইআরজিসি মন্তব্য করেছে।

আইআরজিসি বলেছে,নানা তথ্য প্রমাণ থেকে মনে হচ্ছে তাকফিরি সন্ত্রাসীদের শক্তি বৃদ্ধির ষড়যন্ত্রের অংশ হিসেবে এ ঘটনা ঘটানো হয়েছে। ইরাক ও সিরিয়া থেকে আমেরিকাই আফগানিস্তানে তাকফিরি সন্ত্রাসীদের নিয়ে গেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়েছে,মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার একই সময়ে এ ধরণের ঘটনার জন্ম দিয়ে হোয়াইট হাউস বুঝাতে চাচ্ছে তাদের উপস্থিতি ছাড়া আফগানিস্তানে যুদ্ধ ও অনিরাপত্তা বেড়ে যাবে।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি আফগানিস্তানে সন্ত্রাসী তৎপরতায় সহযোগিতা ও উসকানি বন্ধ করতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে।

শনিবার কাবুলে একটি বালিকা স্কুলকে লক্ষ্য করে চালানো সন্ত্রাসী হামলায় দুই শতাধিক শিশু ও নারী হতাহত হলেও বিশ্বের গণমাধ্যম ও রাজনৈতিক মহলে এ বিষয়ে বড় ধরণের প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু এই ঘটনা ইউরোপ-আমেরিকার কোথাও ঘটলে আজ গোটা বিশ্বেই সেই শোকের আবহ ছড়িয়ে দেওয়া হতো।#

পার্সটুডে/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ