আমি চুপ থাকব না বরং ফিলিস্তিনিকে সমর্থন দিয়ে যাব: এমিলি উইল্ডার
https://parstoday.ir/bn/news/world-i92086-আমি_চুপ_থাকব_না_বরং_ফিলিস্তিনিকে_সমর্থন_দিয়ে_যাব_এমিলি_উইল্ডার
আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি’র বরখাস্তকৃত সাংবাদিক এমিলি উইল্ডার বলেছেন, তিনি ভীত এবং চুপ হবেন না বরং ফিলিস্তিনিদের প্রতি তার সমর্থন অব্যাহত থাকবে। 
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
মে ২৪, ২০২১ ১৫:৩৫ Asia/Dhaka
  • এমিলি উইল্ডার
    এমিলি উইল্ডার

আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি’র বরখাস্তকৃত সাংবাদিক এমিলি উইল্ডার বলেছেন, তিনি ভীত এবং চুপ হবেন না বরং ফিলিস্তিনিদের প্রতি তার সমর্থন অব্যাহত থাকবে। 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক বর্বর আগ্রাসনের সমালোচনা এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন দেয়ার জন্য এপি কর্তৃপক্ষ তাকে বহিষ্কার করে। আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করা এমিলি উইল্ডার এ বিষয়ে শনিবার একটি বিবৃতি প্রকাশ করেছেন। সেখানে তিনি কেন এবং কিভাবে বার্তা সংস্থা এপি থেকে বরখাস্ত হলেন তার বিস্তারিত তথ্য তুলে ধরেছেন।

চরমপন্থী ইহুদিবাদী কয়েকটি গণমাধ্যম উইল্ডারকে টার্গেট করার পর তাকে এপি কর্তৃপক্ষ বহিষ্কার করে। তার আগ পর্যন্ত এমিলি উইল্ডার নিউইয়র্ক শহরের প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন। ইহুদিবাদী গণমাধ্যমগুলো অভিযোগ তুলেছে যে, ভারসিটিজীবনে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে উইল্ডার নানামুখী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

ব্রিটিশ পত্রিকা দৈনিক গার্ডিয়ানকে উইল্ডার জানিয়েছেন, বার্তা সংস্থা এপির সামাজিক যোগাযোগ মাধ্যমের নীতি লঙ্ঘন করার অভিযোগ তুলে তাকে বরখাস্ত করা হয়েছে তবে কোন টুইটার পোস্টে এপির নীতি লঙ্ঘন করা হয়েছে সে বিষয়ে তাকে বিস্তারিত কিছু জানানো হয় নি। 

গত সপ্তাহে ইহুদিবাদী গণমাধ্যমগুলো উইল্ডার সম্পর্কে নানা ধরনের স্টোরি প্রকাশ করে যাতে তার ইসরাইল ও ইহুদিবাদ বিরোধী তৎপরতার কথা প্রকাশ করা হয়েছে। এরপরই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয় এপি কর্তৃপক্ষ।#

পার্সটুডে/এসআইবি/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।