আর্মেনিয়ার গোলাবর্ষণে আজারবাইজানি সেনা আহত
https://parstoday.ir/bn/news/world-i92354-আর্মেনিয়ার_গোলাবর্ষণে_আজারবাইজানি_সেনা_আহত
আজারবাইজান বলেছে, প্রতিবেশী আর্মেনিয়ার গোলাবর্ষণে তাদের একজন সেনা আহত হয়েছ। ককেশাস অঞ্চলের দুই প্রতিবেশী দেশ সম্প্রতি রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হওয়ার পর সীমান্তে নতুন সংঘর্ষের খবর পাওয়া গেল।  
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
মে ২৯, ২০২১ ২২:৫২ Asia/Dhaka
  • আর্মেনিয়ার গোলাবর্ষণে আজারবাইজানি সেনা আহত

আজারবাইজান বলেছে, প্রতিবেশী আর্মেনিয়ার গোলাবর্ষণে তাদের একজন সেনা আহত হয়েছ। ককেশাস অঞ্চলের দুই প্রতিবেশী দেশ সম্প্রতি রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হওয়ার পর সীমান্তে নতুন সংঘর্ষের খবর পাওয়া গেল।  

গতকাল (শুক্রবার) আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, নাকচাভিয়ান  অঞ্চলে তাদের একটি অবস্থানে আর্মেনিয়ার সশস্ত্র বাহিনী হামলা চালায়। এতে আজারবাইজানের এক সেনার কাঁধে আঘাত লাগে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আর্মেনিয়া হামলার এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে।

আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যকার সংঘর্ষে দুপক্ষে ছয় হাজারের বেশি মানুষ মারা গিয়েছিল। গত বছরের নভেম্বর মাসে বিতর্কিত নাগার্নো-কারাবাখ নিয়ে দু'পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।#

 পার্সটুডে/এসআইবি/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।