চীনের সঙ্গে নয়া শীতল যুদ্ধে জড়াতে চায় না ন্যাটো: স্টোলটেনবার্গ
(last modified Mon, 14 Jun 2021 22:58:44 GMT )
জুন ১৫, ২০২১ ০৪:৫৮ Asia/Dhaka
  • জেন্স স্টোলটেনবার্গ
    জেন্স স্টোলটেনবার্গ

মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, চীনের সঙ্গে নতুন করে শীতল যুদ্ধে জড়ানোর ইচ্ছে তার জোটের নেই। ব্রাসেলসে ন্যাটোর শীর্ষ নেতাদের বৈঠক শুরুর আগে তিনি এ মন্তব্য করেছেন।

ন্যাটোর মহাসচিব সোমবার ব্রাসেলসে বলেন, “আমরা চীনের সঙ্গে শীতল যুদ্ধে জড়াতে চাই না এবং চীন আমাদের শত্রুও নয়। তবে চীনের সামরিক শক্তির বিকাশেশ আমাদের নিরাপত্তার জন্য যেসব চ্যালেঞ্জ তৈরি হচ্ছে তা মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি।”

ব্রাসেলস শীর্ষ সম্মেলনে চীনকে অন্যতম প্রধান আলোচ্য বিষয় হিসেবে অভিহিত করে জেন্স স্টোলটেনবার্গ বলেন, “জলবায়ু পরিবর্তন এবং পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে চীনের সঙ্গে আমাদেরকে একসাথে কাজ করতে হবে।”

তিনি আরো বলেন, চীন ন্যাটোর শত্রু  না হলেও পাশ্চাত্যের সঙ্গে চীনের মূল্যবোধের তফাত রয়েছে।  আন্তর্জাতিক অঙ্গনে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক দিক দিয়ে চীনের সর্বাত্মক প্রভাব বিস্তারের প্রচেষ্টার জবাব দেয়ারও প্রয়োজন রয়েছে।  

তিনি আরো বলেন, চীনকে মোকাবিলা করা কোনো একক দেশের পক্ষে সম্ভব নয়। চীনের প্রভাব প্রতিহত করার কৌশল নিয়ে এবারের শীর্ষ বৈঠকে আলোচনা হবে। ব্রাসেলসে গতকাল সোমবার ন্যাটো জোটের শীর্ষ সম্মেলন শুরু হয়েছে এবং আজ তা শেষ হওয়ার কথা রয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ