ইসরাইলি এফ-৩৫’র পাইলটদের প্রশিক্ষণ; ইতালিতে ক্ষোভ
(last modified Wed, 16 Jun 2021 10:24:02 GMT )
জুন ১৬, ২০২১ ১৬:২৪ Asia/Dhaka
  • ইতালিতে যৌথ মহড়ায় অংশ নিচ্ছে ইসরাইলের পাইলটরা
    ইতালিতে যৌথ মহড়ায় অংশ নিচ্ছে ইসরাইলের পাইলটরা

সামরিক মহড়ার নামে ইহুদিবাদী ইসরাইলের এফ-৩৫ জঙ্গিবিমানের পাইলটদের প্রশিক্ষণ দিচ্ছে ইতালি, ব্রিটেন ও আমেরিকা। ফ্যালকন স্ট্রাইক-২১ নামের ১২ দিনের এ মহড়া ইতালির দক্ষিণাঞ্চলের আমেনদোলা বিমানঘাঁটির কাছে অনুষ্ঠিত হচ্ছে। বিষয়টি নিয়ে ইতালিতে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

এই মহড়ার প্রতিবাদে ইতালির কয়েকজন জাতীয় সংসদের আইনপ্রণেতা দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীকে ডেকে ব্যাখ্যা চাওয়ার দাবি করেছেন সরকারের কাছে।

ইতালিতে অনুষ্ঠিত এ মহড়ার আসল লক্ষ্য হচ্ছে- ইহুদিবাদী ইসরাইলের এফ-৩৫ বিমানের পাইলটদের যুদ্ধ সক্ষমতা বাড়ানো।

ইতালির কয়েকজন আইন প্রণেতা যুক্তি তুলে ধরে বলেছেন, এই মহড়া একেবারেই অগ্রহণযোগ্য কারণ ইসরাইলের এসমস্ত জঙ্গিবিমান অবরুদ্ধ গাজার অসহায় মানুষের ওপর বোমা হামলা চালিয়েছে।

গাজায় ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসন যাতে অংশ নিয়েছিল এফ-৩৫ বিমান

ইতালির ক্ষুব্ধ সংসদ সদস্যরা দাবি করেন- ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীকে ইতালি সরকার যে সমস্ত অস্ত্রের যোগান দেয় এবং যে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে তা দেশের সংবিধানের আদর্শ ও আইনের পরিপন্থী।

সম্প্রতি ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকার ওপর সামরিক আগ্রাসন চালায়। ওই আগ্রাসনে ইহুদিবাদী ইসরাইল প্রথমবারের মতো এফ-৩৫ জঙ্গিবিমান ব্যবহার করে। ১১ দিনের ওই আগ্রাসনে অন্তত ২৬০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে ৬০টি শিশু রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৬

ট্যাগ