চীনের বিমানগুলোর মধ্যে পরমাণু বোমা বহনে সক্ষম বিমানও ছিল: তাইওয়ান
https://parstoday.ir/bn/news/world-i93226-চীনের_বিমানগুলোর_মধ্যে_পরমাণু_বোমা_বহনে_সক্ষম_বিমানও_ছিল_তাইওয়ান
তাইওয়ানের আকাশসীমায় প্রবেশকারী ২৮ চীনা জঙ্গিবিমানের মধ্যে পরমাণু বোমা বহনে সক্ষম বিমানও ছিল বলে জানিয়েছে তাইপে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৬, ২০২১ ১৯:৪৮ Asia/Dhaka
  • চীনের বিমানগুলোর মধ্যে পরমাণু বোমা বহনে সক্ষম বিমানও ছিল: তাইওয়ান

তাইওয়ানের আকাশসীমায় প্রবেশকারী ২৮ চীনা জঙ্গিবিমানের মধ্যে পরমাণু বোমা বহনে সক্ষম বিমানও ছিল বলে জানিয়েছে তাইপে।

চীনের সামরিক কর্মকাণ্ড নিয়ে ন্যাটোর জোট নেতারা দেশটিকে সতর্ক করার মধ্যেই গতকাল (মঙ্গলবার) তাইওয়ানের আকাশসীমায় রেকর্ড সংখ্যক যুদ্ধবিমান উড়িয়েছে বেইজিং।

বিমানগুলো তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেনটিফিকেশন জোনে অনুপ্রবেশ করে।  একে বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় অনুপ্রবেশ বলছে তাইপে।

তাইওয়ান বলেছে, অনুপ্রবেশকারী বিমানগুলোর মধ্যে ১৪টি জে-১৬, ছয়টি জে-১১ ফাইটার বিমান এবং পরমাণু বোমা বহনযোগ্য এইচ-৬ বোমারু বিমান ছিল। এর আগে গত ২৪ জানুয়ারি ১৫টি বিমান তাইওয়ানের আকাশসীমায় অনুপ্রবেশ করে। যুদ্ধবিমানগুলো পারমাণবিক অস্ত্র, সাবমেরিন বিধ্বংসী ও ইলেকট্রনিক অস্ত্র বহন করতেও সক্ষম।

চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে মনে করে। কিন্তু তাইওয়ান নিজেকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে। তাইওয়ানকে নানাভাবে সহযোগিতা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে বহুবার এ বিষয়ে আমেরিকাকে সতর্ক করেছে চীন।#

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।