আফগানিস্তানে ২৪ ঘণ্টায় ১০০ তালেবান ও ৮০ সৈন্য নিহত
https://parstoday.ir/bn/news/world-i93242-আফগানিস্তানে_২৪_ঘণ্টায়_১০০_তালেবান_ও_৮০_সৈন্য_নিহত
আফগানিস্তানের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টা সময়ের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষে অন্তত ১০০ তালেবান ও ৮০ আফগান সৈন্য নিহত হয়েছে বলে দেশটির বিভিন্ন গণমাধ্যম খবর দিয়েছে।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
জুন ১৭, ২০২১ ১১:৪৩ Asia/Dhaka
  • আফগানিস্তানে ২৪ ঘণ্টায়  ১০০ তালেবান ও ৮০ সৈন্য নিহত

আফগানিস্তানের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টা সময়ের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষে অন্তত ১০০ তালেবান ও ৮০ আফগান সৈন্য নিহত হয়েছে বলে দেশটির বিভিন্ন গণমাধ্যম খবর দিয়েছে।

আফগানিস্তানের প্রভাবশালী নিউজ চ্যানেল ‘তোলো নিউজ’ জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান’সহ দেশটির বিভিন্ন প্রদেশের ৭০টি জেলায় তালেবানের সঙ্গে আফগান সেনাবাহিনীর সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশে আফগান সেনবাহিনীর একটি চেকপোস্টের কাছে গাড়িবোমা হামলায় বেশ কয়েকজন সৈন্য হতাহত হন। বাগদিস প্রদেশে তালেবানের অতর্কিত হামলার সময় প্রায় ১০০ সরকারি সৈন্য তালেবানের কাছে আত্মসমর্পন করে বলে জানায় তোলোনিউজ।

এছাড়া, একদল সশস্ত্র তালেবান উরুজগান প্রদেশের চারচেনো জেলা সদরের শহরতলী পর্যন্ত পৌঁছে যাওয়ার পর সেনাবাহিনীর সঙ্গে তাদের প্রচণ্ড সংঘর্ষ হয়। তবে সেনাবাহিনী শেষ পর্যন্ত শহরের পতন ঠেকাতে সমর্থ হয়েছে।

২০২০ সালের গোড়ার দিকে আফগানিস্তানের তালেবানের সঙ্গে এক শান্তি চুক্তি অনুযায়ী দেশটি থেকে সেনা প্রত্যাহার করতে ব্যর্থ হয় আমেরিকা। এর জের ধরে আফগানিস্তানে তালেবানের সহিংস হামলা বেড়ে গেছে।#

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।