আফগানিস্তানে আমেরিকা ঐতিহাসিক পরাজয়ের শিকার হয়েছে: পদস্থ কর্মকর্তা
-
মোহাম্মাদ হেদায়েত
আফগানিস্তানের দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ সারওয়ার দানিশের প্রেস সচিব মোহাম্মাদ হেদায়েত বলেছেন, তার দেশে আমেরিকার ২০ বছরের সামরিক উপস্থিতি ঐতিহাসিক পরাজয়ের মুখোমুখি হয়েছে।
তিনি শনিবার কাবুলে এক বক্তব্যে এ মন্তব্য করেন বলে বার্তা সংস্থা ‘তাসনিম’ জানিয়েছে। তিনি আফগানিস্তানে দুই দশক ধরে মার্কিন সেনা মোতায়েন রাখার কথা উল্লেখ করে বলেন, আমেরিকা যেসব স্লোগান দিয়ে আফগান্তিানে সেনা মোতায়েন করেছিল তার একটিও বাস্তবায়িত হয়নি।
মোহাম্মাদ হেদায়েত বলেন, আমেরিকা ২০ বছর পর যা রেখে গেছে তা নিশ্চিতভাবে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা নয়; বরং এখন আফগানিস্তানে যুদ্ধ ও সহিংসতা আরো প্রকট আকার ধারন করেছে।
২০০১ সালের শেষের দিকে ইঙ্গো-মার্কিন বাহিনী আফগানিস্তানে আগ্রাসন চালিয়ে তৎকালীন তালেবান সরকারের পতন ঘটায়। আমেরিকা ঘোষণা করে, আফগানিস্তানে সন্ত্রাসবাদ নির্মূল এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার লক্ষ্যে সেদেশে সেনা মোতায়েন করেছে ওয়াশিংটন। কিন্তু ২০ বছরে এসব লক্ষ্যের একটিও অর্জন করতে পারেনি আমেরিকা; বরং দেশটিতে সহিংসতা প্রকট আকার নিয়েছে এবং মাদক উৎপাদন বেড়ে গেছে।
মার্কিন সরকার ঘোষণা করেছে, চলতি বছরের ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে আমেরিকার সব সেনা প্রত্যাহার করা হবে। #
পার্সটুডে/এমএমআই/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।