তালেবানের হাতে নাজরাবের পতন; দোহা বৈঠক নিয়ে কাবুলের হতাশা
https://parstoday.ir/bn/news/world-i94810-তালেবানের_হাতে_নাজরাবের_পতন_দোহা_বৈঠক_নিয়ে_কাবুলের_হতাশা
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কাপিসা প্রদেশের নাজরাব জেলা দখল করে নিয়ে তালেবান। কাপিসা প্রদেশের কর্মকর্তাদের বরাত দিয়ে আইআরআইবি জানিয়েছে, গত কয়েকদিন ধরে আফগান সেনাবাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষের জের ধরে সোমবার নাজরাব জেলার পতন হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২০, ২০২১ ০৮:২৩ Asia/Dhaka
  • তালেবানের হাতে নাজরাবের পতন; দোহা বৈঠক নিয়ে কাবুলের হতাশা

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কাপিসা প্রদেশের নাজরাব জেলা দখল করে নিয়ে তালেবান। কাপিসা প্রদেশের কর্মকর্তাদের বরাত দিয়ে আইআরআইবি জানিয়েছে, গত কয়েকদিন ধরে আফগান সেনাবাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষের জের ধরে সোমবার নাজরাব জেলার পতন হয়।

তালেবান বর্তমানে আফগানিস্তানের ৪০০ জেলার মধ্যে ২০০ জেলার দখল নেয়ার দাবি করছে। কাবুল সরকার সোমবার ২৫ জেলার নিয়ন্ত্রণ তালেবানের কাছ থেকে পুনরুদ্ধারের দাবি করেছে।

এদিকে কাতারের রাজধানী দোহায় আফগান সরকার ও তালেবানের মধ্যে অনুষ্ঠিত দু’দিনব্যাপী শান্তি আলোচনায় হতাশা প্রকাশ করেছে কাবুল। আফগানিস্তানের দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট সরওয়ার দানিশ বলেছেন, দোহা বৈঠক থেকে সুস্পষ্ট কোনো ফল বেরিয়ে আসেনি।

আফগানিস্তানের দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট সরওয়ার দানিশ

তিনি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এক বাণীতে বলেন, “কয়েকটি দেশের মধ্যস্থতায় তালেবানের সঙ্গে দোহায় সম্প্রতি যে বৈঠক হয়েছে তা থেকে বোধগম্য কোনো ফল বেরিয়ে আসেনি।” তিনি বলেন, প্রায় এক বছর ধরে তালেবানের সঙ্গে আফগান সরকারের যে শান্তি আলোচনা চলছে তা সফল না হওয়ার পেছনে তালেবান গোষ্ঠী ও তাদের সমর্থকদের দ্বৈত আচরণই মূলত দায়ী।

আফগান ভাইস প্রেসিডেন্ট বলেন, তালেবান গোষ্ঠী এখন পর্যন্ত জনগণকে দেয়া একটি প্রতিশ্রুতিও রক্ষা করেনি। তিনি তালেবানকে গঠনমূলক ও অর্থবোধক আলোচনায় বসতে বাধ্য করার জন্য এই গোষ্ঠীর সমর্থকদের প্রতি আহ্বান জানান।#

পার্সটুডে/এমএমআই/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।