তালেবান প্রতিনিধিদলের চীন সফরের ব্যাপারে আফগান সরকারের প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/world-i95204-তালেবান_প্রতিনিধিদলের_চীন_সফরের_ব্যাপারে_আফগান_সরকারের_প্রতিক্রিয়া
তালেবান প্রতিনিধিদলের সাম্প্রতিক চীন সফরের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে আফগান সরকার। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে বলেছেন, বেইজিং আগেভাগেই তালেবান প্রতিনিধিদলের এ সফরের বিষয়টি কাবুলকে জানিয়েছিল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৯, ২০২১ ১৫:১৯ Asia/Dhaka
  • তালেবানের শীর্ষস্থানীয় প্রতিনিধিদল (ফাইল ছবি)
    তালেবানের শীর্ষস্থানীয় প্রতিনিধিদল (ফাইল ছবি)

তালেবান প্রতিনিধিদলের সাম্প্রতিক চীন সফরের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে আফগান সরকার। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে বলেছেন, বেইজিং আগেভাগেই তালেবান প্রতিনিধিদলের এ সফরের বিষয়টি কাবুলকে জানিয়েছিল।

বিবৃতিতে বলা হয়, চীন সরকার আফগানিস্তানের চলমান নিরাপত্তা পরিস্থিতির ব্যাপারে নিজের উদ্বেগের কথা জানাতে তালেবান প্রতিনিধিদলকে বেইজিং-এ আমন্ত্রণ জানিয়েছিল। এছাড়া চীন সরকার তালেবানকে তাদের পাশে বিদেশি সন্ত্রাসীদের উপস্থিতির ব্যাপারে সতর্ক করে দেয় এবং আফগান সরকারের সঙ্গে তালেবানের রাজনৈতিক সংলাপের প্রতি সমর্থন ঘোষণা করে।

তালেবান নেতা মোল্লা আব্দুলগনি বারাদারের নেতৃত্বে নয় সদস্যের একটি তালেবান প্রতিনিধি বর্তমানে বেইজিং সফর করছে। বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে তালেবান প্রতিনিধিদল।

এ সম্পর্কে তালেবানের অন্যতম মুখপাত্র মোহাম্মদ নাঈম জানান, তাদের প্রতিনিধিদল চীনকে এই মর্মে আশ্বস্ত করেছে যে, আফগানিস্তানের মাটি কখনো কোনো দেশে নিরাপত্তার বিরুদ্ধে ব্যবহৃত হবে না। এর বিপরীতে চীন প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা আফগানিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে কখনো হস্তক্ষেপ করবে না বরং সংকট সমাধান এবং দেশটিতে শান্তি আনার ক্ষেত্রে সহযোগিতা করবে।

প্রায় তিন মাস আগে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ার পর থেকে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে তালেবানের হামলা বেড়ে যায়। তারা বর্তমানে আফগানিস্তানের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করছে। আফগান সেনাবাহিনী তালেবানের হাতে দখল হয়ে যাওয়া এলাকা পুনরুদ্ধারের জন্য অভিযান জোরদার করেছে। তালেবানের সহিংসতার কারণে সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে নিরাপত্তাহীনতা বেড়েছে এবং হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে নেমেছে।#

পার্সটুডে/এমএমআই/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।