মার্কিন অ্যাটম বোমা হামলার বার্ষিকী পালন করল হিরোশিমা
https://parstoday.ir/bn/news/world-i95580-মার্কিন_অ্যাটম_বোমা_হামলার_বার্ষিকী_পালন_করল_হিরোশিমা
জাপানের হিরোশিমা শহরের অধিবাসীরা মার্কিন অ্যাটম বোমা হামলার ৭৬তম বার্ষিকী পালন করেছেন। মানব ইতিহাসে এটিই ছিল আমেরিকার পক্ষ থেকে প্রথম পারমাণবিক বোমা হামলার ঘটনা যাতে জাপানের এক লাখ ৪০ হাজার মানুষ নিহত হয়েছিলেন। এ ঘটনাকে পর্যবেক্ষকরা বিশ্বের জন্য কলঙ্কজনক অধ্যায় বলে উল্লেখ করে থাকেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০৬, ২০২১ ১৮:২৩ Asia/Dhaka
  • হিরোশিমা শহরে মার্কিন অ্যাটম বোমা হামলায় নিহতদের স্মরণে পুস্পস্তবক অর্পণ
    হিরোশিমা শহরে মার্কিন অ্যাটম বোমা হামলায় নিহতদের স্মরণে পুস্পস্তবক অর্পণ

জাপানের হিরোশিমা শহরের অধিবাসীরা মার্কিন অ্যাটম বোমা হামলার ৭৬তম বার্ষিকী পালন করেছেন। মানব ইতিহাসে এটিই ছিল আমেরিকার পক্ষ থেকে প্রথম পারমাণবিক বোমা হামলার ঘটনা যাতে জাপানের এক লাখ ৪০ হাজার মানুষ নিহত হয়েছিলেন। এ ঘটনাকে পর্যবেক্ষকরা বিশ্বের জন্য কলঙ্কজনক অধ্যায় বলে উল্লেখ করে থাকেন।

হিরোশিমা দিবস উপলক্ষে শহরটির মেয়র পরমাণু অস্ত্র ধ্বংস করার প্রচেষ্টায় বিশ্ব নেতাদের যুক্ত হওয়ার আহ্বান জানান। মেয়র কাক্সুমি মাতসুই আজ (শুক্রবার) বলেন, “যুদ্ধে জয়লাভের জন্য পরমাণু অস্ত্র তৈরির ঘটনা মানব সভ্যতাকে সম্পূর্ণ বিনাশের একটি হুমকি, তবে যদি সব দেশ একসঙ্গে কাজ করে তাহলে আমরা অবশ্যম্ভাবীভাবে এই হুমকির অবসান ঘটাতে পারি।” নির্বিচারে গণহত্যা চালানোর জন্য এই জঘন্য অস্ত্র হাতে রেখে কোনো টেকসই সমাজ সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

অ্যাটম হামলার পর হিরোশিমা শহরে টিকে থাকা একমাত্র ভবনের সামনে প্রার্থনা করছেন লোকজন

মেয়র মাতসুই জোর দিয়ে বলেন, আমেরিকা যে গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছিল তার তথ্য ও দলিল-দস্তাবেজ সংরক্ষণের প্রচেষ্টা থেকে কখনো হিরোশিমা সরে যাবে না, পাশাপাশি বিশ্বব্যাপী শান্তির সংস্কৃতি প্রতিষ্ঠার প্রচেষ্টাও অব্যাহত রাখবে।

১৯৪৫ সালের ৬ আগস্ট সকাল ৮টা ১৫ মিনিটের সময় মার্কিন সামরিক বাহিনী হিরোশিমা শহরের ওপর ‘লিটল বয়’ নামে একটি অ্যাটম বোমাবর্ষণ করে। মুহূর্তের মধ্যে শহরটি মাটিরে সঙ্গে মিশে যায় এবং সেখানে এক লাখ ৪০ হাজারের বেশি মানুষ নিহত হন। এরপর ৯ আগস্ট জাপানের নাগাসাকি শহরে অ্যাটম বোমা হামলা চালায় আমেরিকা যাতে নিহত হন ওই শহরের ৭০ হাজার মানুষ।#

পার্সটুডে/এসআইবি/৬