চীনের মন্তব্য-
রায়িসির অধীনে ইরান আর্থ-সমাজিক খাতে বিরাট উন্নতি করবে
নতুন প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির অধীনে ইসলামি প্রজাতন্ত্র ইরান আর্থ-সামাজিক ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি অর্জন করবে বলে মন্তব্য করেছে চীন। একইসঙ্গে দেশটি ইরানের নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছে।
গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং বলেন, "আমরা বিশ্বাস করি প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির অধীনে ইরান জাতি গঠন এবং আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বিরাট বড় অগ্রগতি অর্জন করবেন।"
বৃহস্পতিবার ইরানের জাতীয় সংসদে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন ইব্রাহিম রায়িসি। এর একদিন পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই বিবৃতি দিলেন। একইসঙ্গে তিনি ইরান ও চীনের বন্ধুত্বকে ঐতিহ্যবাহী বলে উল্লেখ করেন এবং এ সম্পর্ক আরো গভীর করার আহ্বান জানান।
গত ১৮ জুন ইরানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় ওই নির্বাচনে ইব্রাহিম রায়িসি ৬২ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন। এ বিজয়ের পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠান। ওই বার্তায় তিনি ইরানকে কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনার বা পূর্ণাঙ্গ কৌশলগত মিত্র বলে উল্লেখ করেন।#
পার্সটুডে/এসআইবি/৭