আফগান পুনর্গঠনে আমেরিকাকে স্বাগত জানাল তালেবান
https://parstoday.ir/bn/news/world-i96406-আফগান_পুনর্গঠনে_আমেরিকাকে_স্বাগত_জানাল_তালেবান
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পুনর্গঠনে আমেরিকাকে স্বাগত জানাবে তালেবান। ২০০১ সালে আমেরিকা ও তার মিত্ররা আফগানিস্তানে তালেবান সরকারের বিরুদ্ধে আগ্রাসন চালানোর পর দুই দশকের যুদ্ধে দেশটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৫, ২০২১ ১৬:৩৮ Asia/Dhaka
  • মার্কিন আগ্রাসনে বিধ্বস্ত আফগানিস্তান
    মার্কিন আগ্রাসনে বিধ্বস্ত আফগানিস্তান

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পুনর্গঠনে আমেরিকাকে স্বাগত জানাবে তালেবান। ২০০১ সালে আমেরিকা ও তার মিত্ররা আফগানিস্তানে তালেবান সরকারের বিরুদ্ধে আগ্রাসন চালানোর পর দুই দশকের যুদ্ধে দেশটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

গতকাল সোমবার চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক বা সিজিটিএন-কে দেয়া সাক্ষাৎকারে তালেবানের মুখপাত্র সোহাইল শাহিন একথা বলেছেন। তিনি আমেরিকাকে ইঙ্গিত করে বলেন- যদি তারা চায়, আফগানিস্তানের পুনর্গঠনে তারা অংশ নিতে পারে। নতুন অধ্যায়ে এসে তারা আফগানিস্তানের জনগণের সহযোগিতা করতে পারে। মার্কিন বিনিয়োগকে আফগানিস্তানে স্বাগত জানাবে তালেবান। আফগানিস্তান ধ্বংসে আমেরিকা জড়িত বলেও তিনি উল্লেখ করেন। তবে সোহাইল শাহিন বলেন, “আফগানিস্তানে মার্কিন দখলদারিত্বের অবশ্যই অবসান হতে হবে”।

তালেবান মুখপাত্র সোহাইল শাহীন

তালেবান মুখপাত্র বলেন, মার্কিন সেনা প্রত্যাহারের বিলম্বকে চুক্তির লঙ্ঘন বলে ধরে নেয়া হবে। তবে কোনো কারণে যদি আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারে বিলম্ব হয় এবং চুক্তির লঙ্ঘন হয় তাহলে সে বিষয়ে তালেবানের নেতারাই সিদ্ধান্ত নেবেন বলে জানান সোহাইল শাহীন।#

পার্সটুডে/এসআইবি/২৫