‘ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রাশিয়ার সম্পর্ক দুঃখজনক পর্যায়ে’ 
(last modified Thu, 26 Aug 2021 12:30:53 GMT )
আগস্ট ২৬, ২০২১ ১৮:৩০ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউরোপের দেশগুলোর সঙ্গে মস্কোর বর্তমান যে সম্পর্ক রয়েছে তা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, বাস্তবতা হচ্ছে ইউরোপীয় জোটের নীতি হলো মস্কোকে নিয়ন্ত্রণ করা।

গতকাল (বুধবার) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শালেনবার্গের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন সের্গেই ল্যাভরভ। তিনি পরিষ্কার করে বলেন, ইউরোপীয় জোট বর্তমানে মস্কোর সঙ্গে সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে নিয়ে গেছে।

ল্যাভরভ বলেন, রাশিয়ার সঙ্গে দুঃখজনক পর্যায়ের সম্পর্কসহ ইউরোপীয় ইউনিয়নের ঘটনাবলীতে আমরা বিশেষভাবে মনোযোগ দিয়েছি। রাশিয়া এবং ইউরোপীয় জোটের মধ্যে যোগাযোগ এখন সর্বনিম্ন পর্যায়ে নেয়া হয়েছে মূলত রাশিয়াকে নিয়ন্ত্রণ করার নীতির আওতায়।

সের্গেই ল্যাভরভ আরো বলেন, ব্রাসেলস এবং মস্কোর মধ্যকার মতপার্থক্য দূর করার জন্য সমতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ওপর ভিত্তি করে আমাদের পক্ষ থেকে আমরা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সংলাপ জোরদার করার প্রস্তুতি ঘোষণা করেছি।#

পার্সটুডে/এসআইবি/২৬

ট্যাগ