আফগানিস্তানের কাবুলে নারীদের বিক্ষোভ চলছে
(last modified Sat, 04 Sep 2021 13:02:38 GMT )
সেপ্টেম্বর ০৪, ২০২১ ১৯:০২ Asia/Dhaka
  • আফগানিস্তানের কাবুলে নারীদের বিক্ষোভ চলছে

আফগানিস্তানের রাজধানী কাবুলে আজ (শনিবার) আবারও বিক্ষোভ করেছে নারীরা। তারা নারী অধিকার নিশ্চিত করতে তালেবান গোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছেন।

আফগান নারীরা আজ কাবুলে অর্থ মন্ত্রণালয়ের অদূরে পাশতুনেস্তান স্কোয়ারে সমবেত হয়ে নানা শ্লোগান দেন। তারা সমতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানান। তারা বলেছেন, নতুন সরকারের শীর্ষ পর্যায়ে নারী প্রতিনিধি রাখা হচ্ছে না বলে যে ইঙ্গিত দেওয়া হয়েছে তা গ্রহণযোগ্য নয়।

এর আগে গতকাল শুক্রবার আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে বিক্ষোভে অংশ নেন আফগান নারীরা। এর বাইরে কাবুলের আরও কয়েকটি স্থানেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় অনেকের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড শোভা পায়। সেগুলোতে লেখা- ‘নতুন সরকারের মন্ত্রীসভায় নারীর উপস্থিতি চাই’, ‘পুরুষের সমান নারীর অধিকার চাই, ‘আমাদের কথা বলার স্বাধীনতা, আমাদের শক্তির ফল'।

এর আগে ১৯৯৬-২০০১ সালে তালেবান সরকারের সময় কেনো মেয়ে স্কুলে যেতে পারতো না। এবারও এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে অনেকের আশঙ্কা।

তবে তালেবান প্রতিশ্রুতি দিয়েছে, ইসলামি আইনের অধীনে তারা এবার নারীদের অধিকার নিশ্চিত করবে। যদিও সেটিতে এখনো বিশ্বাস করতে পারছেন না আফগান নারীরা।#

পার্সটুডে/এসএ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ