আফগানিস্তানের দায়েশ জঙ্গিরা পশ্চিমা দেশগুলোর জন্য হুমকি হয়ে উঠছে: জাতিসংঘ
(last modified Fri, 09 Aug 2024 10:12:50 GMT )
আগস্ট ০৯, ২০২৪ ১৬:১২ Asia/Dhaka
  • আফগানিস্তানে সক্রিয় কুখ্যাত উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ
    আফগানিস্তানে সক্রিয় কুখ্যাত উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ

আফগানিস্তানে সক্রিয় কুখ্যাত উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) ইউরোপ ও তার চেয়ে দূরবর্তী অঞ্চলের জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করছে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের সন্ত্রাস-বিরোধী বিষয়ক উপ মহাসচিব ভ্লাদিমির ভরোঙ্কভ এ সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, গত ছয় মাসে আফগানিস্তান ও মধ্য এশিয়ার দেশগুলোর প্রবাসী নাগরিকদের কাছ থেকে সাহায্য গ্রহণ করে দায়েশ তার অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা শক্তিশালী করেছে।

দায়েশ জঙ্গিরা আফগানিস্তানের পূর্ব ও উত্তরাঞ্চলে বিশেষ করে নানগারহারে শক্ত অবস্থান নিয়েছে বলে তিনি দাবি করেন। নানগারহারকে এখন যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে দায়েশের ঘাঁটি বলে বিবেচনা করা হচ্ছে বলেও ভরোঙ্কভ উল্লেখ করেন।

আঞ্চলিক দেশগুলো অবশ্য আফগানিস্তানে দায়েশ জঙ্গিদের উত্থানের জন্য আমেরিকা ও ব্রিটেনকে দায়ী করেছে।

দায়েশ জঙ্গিরা তাদের গোষ্ঠীতে লোকভর্তির বিষয়টিকে জোর কদমে এগিয়ে নিয়ে যাচ্ছে জানিয়ে জাতিসংঘের উপ মহাসচিব বলেন, দায়েশের আফগানিস্তান শাখা যতটা না ওই দেশের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে তার চেয়ে বেশি হুমকি হচ্ছে পশ্চিমা দেশগুলোর জন্য।

গত মার্চ মাসে রাশিয়ার রাজধানী মস্কোর একটি মিউজিক হলে হামলার দায়িত্ব স্বীকার করেছিল দায়েশ যেখানে ১৪৫ ব্যক্তির প্রাণহানি ঘটেছিল।এছাড়া, গত বুধবার অস্ট্রিয়ার পুলিশ ভিয়েনার একটি কনসার্টে কথিত হামলার পরিকল্পনা করার অপরাধে দায়েশের সঙ্গে যুক্ত তিন ব্যক্তিকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, তারা আটক তিন কিশোরকে জিজ্ঞাসবাদ করেছে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/৯

 

ট্যাগ