ইরানে নিযুক্ত জিম্বাবুয়ের রাষ্ট্রদূত মারা গেছেন
সেপ্টেম্বর ০৯, ২০২১ ১৮:০২ Asia/Dhaka
ইরানে নিযুক্ত জিম্বাবুয়ের রাষ্ট্রদূত ক্রিস্টোফার মাপাঙ্গা মারা গেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, রাষ্ট্রদূতের মৃত্যুর খবর পাওয়ার পরপরই নিরাপত্তা ও বিচার সঙ্গে যোগাযোগ করে আইনি সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
জিম্বাবুয়ের দূতাবাসের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে।
জিম্বাবুয়ের সরকার ও জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
একটি সূত্র জানিয়েছে, জিম্বাবুয়ের রাষ্ট্রদূত তেহরানে নিজ বাসভবনে মারা গেছেন। দীর্ঘ দিন ধরে তিনি লিভারের রোগে ভুগছিলেন।#
পার্সটুডে/এসএ/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।