আফগানিস্তানে জরুরি ত্রাণ সহায়তা পাঠালো পাকিস্তান
(last modified Thu, 09 Sep 2021 15:02:16 GMT )
সেপ্টেম্বর ০৯, ২০২১ ২১:০২ Asia/Dhaka
  • সি-১৩০ সামরিক পরিবহন বিমান
    সি-১৩০ সামরিক পরিবহন বিমান

আফগানিস্তানে জরুরি ত্রাণ সহায়তার প্রথম চালান পাঠিয়েছে পাকিস্তান। খাদ্য ও জরুরি ওষুধপত্রসহ ত্রাণ সামগ্রী নিয়ে আজ (বৃহস্পতিবার) পাকিস্তানের একটি সি-১৩০ সামরিক পরিবহন বিমান কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায়।

পাকিস্তানের বহিঃপ্রচার উইং টুইটারে দেয়া এক বার্তায় জানিয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশনায় পাকিস্তান বিমান বাহিনীর পরিবহন বিমান আফগান জনগণের জন্য জরুরি ত্রাণ নিয়ে আজ হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

ত্রাণ গ্রহণ করেন রাষ্ট্রদূত মানসুর আহমাদ খান (ডান থেকে দ্বিতীয়)

এদিকে, পাক পররাষ্ট্র দপ্তর অন্য এক বিবৃতিতে জানিয়েছেন, ত্রাণসামগ্রী ভর্তি তিনটি বিমান কাবুলে পৌঁছেছে। মন্ত্রণালয় জানিয়েছে, জরুরিভিত্তিতে বিমানে ত্রাণ পাঠানো হয়েছে এবং পরবর্তীতে স্থলপথে ত্রাণ সামগ্রী পাঠানো অব্যাহত থাকবে।

পাকিস্তান টুডে পত্রিকা জানিয়েছে, আফগানিস্তানে নিযুক্ত পাক রাষ্ট্রদূত মনসুর আহমদ খান কাবুলের কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে এসব ত্রাণ সামগ্রী গ্রহণ করেন। এছাড়া, আরও দুটি সি-১৩০ বিমানে করে ত্রাণ সামগ্রী কান্দাহার এবং খোস্ত শহরে আগামী শুক্র ও শনিবার পাঠানো হবে বলে রাষ্ট্রদূত মানসুর আহমাদ খান জানান।#

পার্সটুডে/এসআইবি/৯

ট্যাগ