মিয়ানমারের নেত্রী সু চি অসুস্থ, যেতে পারেননি আদালতে
(last modified Mon, 13 Sep 2021 12:36:18 GMT )
সেপ্টেম্বর ১৩, ২০২১ ১৮:৩৬ Asia/Dhaka
  • আদালতে সু চির উপস্থিতির ফাইল ফটো (বামে)
    আদালতে সু চির উপস্থিতির ফাইল ফটো (বামে)

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি অসুস্থতার কারণে আজ (সোমবার) আদালতে হাজির হতে পারেননি। আদালতের শুনানিতে হাজির হতে পারেননি।

দীর্ঘদিন ধরে ভ্রমণ না করায় গাড়িতে চড়লেই সু চি অসুস্থবোধ করেন বলে জানিয়েছেন তার আইনজীবী মিন মিন সো। সু চি’র আইনি দলের নেতা খিন মাউং জাও জানিয়েছেন, বিচারকরা সু চি’র অনুপস্থিতি অনুমোদন করেছেন।

এক লিখিত বার্তায় তিনি আরও বলেছেন, 'তাকে অসুস্থ মনে হচ্ছিল, তিনি হাঁচি দিচ্ছিলেন এবং ঘুম পাচ্ছে বলে জানিয়েছিলেন। তাই আইনজীবীরা তার সঙ্গে সংক্ষেপে কথাবার্তা সারেন।'

১ ফেব্রুয়ারি এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর থেকে সু চির বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ এনে তাকে আটকে রাখা হয়েছে।

বাইরের জগতের সঙ্গে সু চির যোগাযোগের একমাত্র মাধ্যম তার আইনি দল। এই দলটি জানিয়েছে,তাদের পক্ষেও তার সঙ্গে দেখা করার সুযোগ সীমিত এবং কর্তৃপক্ষের পর্যবেক্ষণে থাকতে হয়।

সু চি’র বিরুদ্ধে বিশাল অঙ্কের ঘুষ গ্রহণ এবং সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘনসহ বেশ কয়েকটি অভিযোগ তোলা হয়েছে। তবে সু চির আইনজীবীরা এই সব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।#

পার্সটুডে/এসএ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ