তালেবান সরকারকে স্বীকৃতি দিতে তাড়াহুড়ো করবে না মস্কো: রুশ পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i97412-তালেবান_সরকারকে_স্বীকৃতি_দিতে_তাড়াহুড়ো_করবে_না_মস্কো_রুশ_পররাষ্ট্রমন্ত্রী
আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিতে তাড়াহুড়ো করবে না রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তালেবানের সরকারকে মেনে নেয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি মস্কো।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১৫, ২০২১ ১৮:১৪ Asia/Dhaka
  • সের্গেই ল্যাভরভ
    সের্গেই ল্যাভরভ

আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিতে তাড়াহুড়ো করবে না রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তালেবানের সরকারকে মেনে নেয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি মস্কো।

তিনি আরও বলেন,তালেবান তাদের প্রতিশ্রুতিগুলো মেনে চলছে কিনা তা পর্যবেক্ষণের পর পরিকল্পনা গ্রহণ করা হবে।

এর আগে রুশ প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র দিমিত্রি পেসকভ আফগানিস্তান থেকে রাশিয়ায় মাদক চোরাচালান বৃদ্ধি ও সন্ত্রাসীদের প্রবেশের আশঙ্কা প্রকাশ করে বলেছেন, তালেবানের সঙ্গে এখনই আলোচনার কোনো পরিকল্পনা তাদের নেই।

গত ১৫ আগস্ট তালেবানের হাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের পতন ঘটে।

এর মধ্যদিয়ে আফগানিস্তানে মার্কিন আগ্রাসনেরও সমাপ্তি হয়। তবে চূড়ান্তভাবে তালেবানের আচরণ কেমন হবে তা এখনও অনেকের কাছেই স্পষ্ট নয়।#

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।