দুই কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিযোগিতা
(last modified Wed, 15 Sep 2021 12:26:30 GMT )
সেপ্টেম্বর ১৫, ২০২১ ১৮:২৬ Asia/Dhaka
  • সাবমেরিন থেকে দক্ষিণ কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা
    সাবমেরিন থেকে দক্ষিণ কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

উত্তর ও দক্ষিণ কোরিয়া পাল্টাপাল্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। মার্কিন বাহিনীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর যৌথ মহড়াকে কেন্দ্র করে যখন পিয়ংইয়ং ও সিউলের মধ্যে উত্তেজনা চলছে তখন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনা ঘটলো।

আজ (বুধবার) বিকেলে প্রথমে উত্তর কোরিয়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে জানান, উত্তর কোরিয়ার মধ্যাঞ্চল থেকে পূর্ব উপকূল অভিমুখে দুটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় এবং সেগুলো জাপানের বিশেষ অর্থনৈতিক এলাকায় আঘাত আঘাত হানে। এর দুদিন আগে উত্তর কোরিয়া জানিয়েছিল, তারা সফলতার সঙ্গে নতুন দীর্ঘপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

এদিকে দক্ষিণ কোরিয়া বলেছে, সফলতার সঙ্গে তারা আজ সাবমেরিন থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। দক্ষিণ কোরিয়া এই প্রথম এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো। এর মধ্যদিয়ে দক্ষিণ কোরিয়া বিশ্বের সপ্তম দেশ হিসেবে এলিট ক্লাবে নাম লেখালো যাদের কাছে এমন উন্নত প্রযুক্তি আছে।#  

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ