মিয়ানমারের থান্টলাং শহর ছেড়ে পালিয়েছে হাজারো মানুষ  
https://parstoday.ir/bn/news/world-i97714-মিয়ানমারের_থান্টলাং_শহর_ছেড়ে_পালিয়েছে_হাজারো_মানুষ
ভারত সীমান্তবর্তী মিয়ানমারের একটি শহরে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে গেরিলাদের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় হাজার হাজার লোক পালিয়ে গেছে। মিয়ানমারের চীন রাজ্যের থান্টলাং শহরে গতকাল (মঙ্গলবার) এ ঘটনা ঘটেছে। প্রচণ্ড গোলাগুলির কারণে শহরের বহুসংখ্যক ঘরবাড়িতে আগুন লেগে যায়। এতে শহরে বসবাসকারী ১০ হাজারের অর্ধেক লোক পালিয়ে গেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২২, ২০২১ ২০:১৫ Asia/Dhaka
  • মিয়ানমারে সেনা-গেরিলা সংঘর্ষের সময় বহু ঘরবাড়িতে আগুন লেগে যায়
    মিয়ানমারে সেনা-গেরিলা সংঘর্ষের সময় বহু ঘরবাড়িতে আগুন লেগে যায়

ভারত সীমান্তবর্তী মিয়ানমারের একটি শহরে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে গেরিলাদের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় হাজার হাজার লোক পালিয়ে গেছে। মিয়ানমারের চীন রাজ্যের থান্টলাং শহরে গতকাল (মঙ্গলবার) এ ঘটনা ঘটেছে। প্রচণ্ড গোলাগুলির কারণে শহরের বহুসংখ্যক ঘরবাড়িতে আগুন লেগে যায়। এতে শহরে বসবাসকারী ১০ হাজারের অর্ধেক লোক পালিয়ে গেছে।

সালাই থাং নামে একজন কমিউনিটি লিডার জানিয়েছেন, সেনাবাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে অন্তত চারজন বেসামরিক নাগরিক নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

সালাই থাং উদ্বাস্তু হওয়া লোকজন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। অনেকে ভারতের মিজোরাম রাজ্যে আশ্রয় নিয়েছেন। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, উদ্বাস্তু হয়ে যাওয়া লোকজন মারাত্মকভাবে খাদ্য ও আশ্রয়ের সংকটে ভুগছে।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সুচির নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করার পর দেশটি মারাত্মক গোলযোগের মধ্যে পড়েছে। সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত কয়েকশ মানুষের মৃত্যু হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২২