খার্তুমে ইসরাইলি দূতাবাস খোলার সম্ভাবনা নাকচ
(last modified Mon, 27 Sep 2021 12:12:40 GMT )
সেপ্টেম্বর ২৭, ২০২১ ১৮:১২ Asia/Dhaka
  • খার্তুমে ইসরাইলি দূতাবাস খোলার সম্ভাবনা নাকচ

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের ১১ মাস পর সুদানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তার দেশে ইসরাইলের দূতাবাস খেলা হবে না।

একথা বলেছেন সুদানের পররাষ্ট্রমন্ত্রী মারিয়াম আস-সাদিক আল-মাহদি। তিনি বলেছেন, খার্তুমে ইসরাইলের দূতাবাস খোলার অনুমতি দেয়ার কোনো পরিকল্পনা নেইমারিয়াম সাদিক বলেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ নেই এবং এ ব্যাপারে সরকারি কর্মকর্তা পর্যায়ে কোনো আলোচনাও হয় নি

সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক দ্যা ন্যাশনালকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন সুদানের পররাষ্ট্রমন্ত্রী। গতকাল রোববার তার এ  সাক্ষাৎকার প্রকাশিত হয়

মারিয়াম আস-সাদিক বলেন, মি আপনাকে সুদানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বলছি যে, ইসরাইলকে বয়কট করার আইন বাতিল করার অর্থ এই নয় যে, আমরা খার্তুমে ইসরাইলের দূতাবাস খোলার পরিকল্পনা করছি

মারিয়াম আস-সাদিক আল-মাহদি হচ্ছেন সুদানের বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী সাদিক আল-মাহদির মেয়ে যিনি ছিলেন ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোর বিরোধী#

পার্সটুডে/এসআইবি/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ