নাগরনো-কারাবাখ নিয়ে ইলহাম আলিয়েভের বক্তব্য
সামরিক হঠকারিতার ব্যাপারে আর্মেনিয়াকে সতর্ক করল আজারবাইজান
-
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ তার প্রতিবেশী দেশ আর্মেনিয়াকে যেকোনো ধরনের সামরিক হঠকারিতার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন।
তিনি মঙ্গলবার ফ্রান্স২৪ নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আর্মেনিয়ার সঙ্গে একটি শান্তি চুক্তিতে উপনীত হতে তার সরকার সব রকম প্রচেষ্টা চালাতে প্রস্তুত রয়েছে।কিন্তু গত বছরের সংঘর্ষে নিজের হারানো ভূখণ্ড ফিরে পাওয়ার জন্য আর্মেনিয়া যদি কোনো ধরনের সামরিক তৎপরতা চালায় তাহলে বাকু তার কঠোর জবাব দেবে।
আলিয়েভ বলেন, গত সপ্তাহে নিউ ইয়র্কে আর্মেনিয়া ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীরা যে বৈঠক করেছেন তাকে আদর্শ হিসেবে গ্রহণ করে দু’দেশের মধ্যে এ ধরনের আরো আলোচনা অনুষ্ঠিত হতে পারে।

আজারবাইজানের প্রেসিডেন্ট বলেন, নাগরনো-কারাবাখ নিয়ে দু’দেশের মধ্যে সাংঘর্ষিক অবস্থান একবার চিরতরে সমাধান হয়ে গেছে; কাজেই এ বিষয়ে আগের উত্তেজনাকর পরিস্থিতিতে ফিরে যাওয়া ঠিক হবে না।
তিনি এমন সময় এ বক্তব্য দিলেন যখন আর্মেনিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরমান গ্রেগরিয়ান সম্প্রতি বলেছিলেন, এখনো আজারবাইজানের সঙ্গে তার দেশের কারাবাখ সংকটের সমাধান হয়নি। তার এ বক্তব্যের জের ধরে বাকুতে এই ধারণা সৃষ্টি হয়েছে যে, নগরনো-কারাবাখের হাতছাড়া হয়ে যাওয়া ভূখণ্ড পুনরুদ্ধারের জন্য আর্মেনিয়ার আবার হামলা চালাতে পারে।
২০২০ সালের সেপ্টেম্বরে নাগরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে প্রায় এক মাসব্যাপী যুদ্ধ শুরু হয়। ওই যুদ্ধে আজারবাইজানের সেনাবাহিনী ১৯৯০’র দশকে আর্মেনিয়ার দখলে যাওয়া বেশ কিছু ভূখণ্ড পুনরুদ্ধার করে।#
পার্সটুডে/এমএমআই/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।