আফগানিস্তানে ২০ বছরের যুদ্ধ ছিল আমেরিকার কৌশলগত ব্যর্থতা
https://parstoday.ir/bn/news/world-i97978-আফগানিস্তানে_২০_বছরের_যুদ্ধ_ছিল_আমেরিকার_কৌশলগত_ব্যর্থতা
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলিকে গতকাল (মঙ্গলবার) কংগ্রেসে তলব করা হয়েছে। আফগানিস্তানে মার্কিন সেনাদের লজ্জাজনক পরাজয়ের কারণ সম্পর্কে শুনানি করতে তাদেরকে তলব করা হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২৯, ২০২১ ১৩:১৪ Asia/Dhaka
  • জেনারেল মার্ক মিলি
    জেনারেল মার্ক মিলি

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলিকে গতকাল (মঙ্গলবার) কংগ্রেসে তলব করা হয়েছে। আফগানিস্তানে মার্কিন সেনাদের লজ্জাজনক পরাজয়ের কারণ সম্পর্কে শুনানি করতে তাদেরকে তলব করা হয়।

শুনানিতে পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাদের নাস্তানাবুদ করেন কংগ্রেস সদস্যরা। সিনেটে আর্মড সার্ভিসেস কমিটির গতকালের শুনানিতে মার্ক মিলি পরিষ্কার করে বলেন, “আফগান যুদ্ধ ছিল কৌশলগত ব্যর্থতা। এছাড়া একে অন্য কোনোভাবে দেখার সুযোগ নেই।”

তিনি আরো বলেন, সবচেয়ে বড় ব্যর্থতা হলো আফগান সামরিক বাহিনীকে সম্পূর্ণভাবে মার্কিন বাহিনীর ওপর নির্ভরশীল করে ফেলা হয়েছিল।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন

আফগান প্রশ্নে মার্ক মিলি প্রেসিডেন্ট জো বাইডেনকে কী পরামর্শ দিয়েছেন তা তিনি সিনেট কমিটিকে জানাতে অস্বীকার করলেও আফগানিস্তানে কয়েক হাজার সেনা মোতায়েন রাখার কথা বলেন।

সিনেটের শুনানিতে প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, “আফগান বাহিনীর আকস্মিক ধসে পড়ার ঘটনায় পেন্টাগনের হিসাব-নিকাশ বদলে গেছে। বাস্তবতা হচ্ছে- আমরা ও মিত্ররা আফগান যে বাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিলাম তা কর্পুরের মতো উড়ে গেছে, বেশিরভাগ জায়গায় তারা একটি গুলিও ছুঁড়তে পারে নি।”#

পার্সটুডে/এসআইবি/২৯